খেলা

লড়াইয়ে হেরে গেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: চরিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসের ব্যাটে ভর করে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। ১৭১ রান করেও রুখতে পারেনি বাংলাদেশ। যদিও খেলার শুরুতে চমক দেখিয়েছিলো নাসুম আহমেদ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কুসল পেরেরাকে আউট করে শুভ সূচনা করে তিনি। তবে সেই ধারাবাহিকতা আর রক্ষা হয়নি।

চরিথ আসালাঙ্কা ৪৯ বলে ৮০ ও ভানুকা রাজাপাকস ৩১ বলে ৫৩ রান, পথুম নিসাঙ্কা ২৪, ওয়ানিন্দু হাসরাঙ্গা ৬, কুসল পেরেরা ১, দাসুন শানাকা ১ আবিষ্কা ফার্নান্দো শূন্য রানে আউট হন।

বাংলাদেশের পক্ষে নাসুম ও সাকিব ২টি করে সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৭২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে টাইগার বাহিনী। মুশফিকুর রহিম ৩৭ বলে ৫৭ রান ও মাহমুদুল্লাহ রিয়াদ ৫ বলে ১০ রানে অপরাজিত ছিলেন। মুহাম্মদ নাঈম ৫২ বলে ৬২ রানে আউট হন ফারনান্দোর বলে। আফিফ রান আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন।

খেলার শুরুতে মাত্র ১৬ রানেই আউট হয়ে গেছেন ওপেনার ব্যাটার লিটন দাস। ১৬ বলে ১৬ রান করে লাহুরি কুমারার বলে প্যাভেলিয়ানে ফিরলেন তিনি। ৫ ওভার ৫ বল খেলে তখন বাংলাদেশের সংগ্রহ ৪০ রান। সাকিব আল হাসান ৫ বলে ১০ রানের চামিকা করুণারত্নের বলে আউট হন। তখন বাংলাদেশের রান ৫৬। এখন ব্যাট করছেন মুহাম্মদ নাঈম ২৩ বলে ২৭ রান ও মুশফিকুর রহিম ৩২ রান।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। রোববার (২৪ অক্টোবর) বিকেল চারটায় সুপার টুয়েলভে খেলাটি শুরু হয়। ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ‘টি-টোয়েন্টি’ বিশ্বকাপের ‘আসল’ লড়াই সুপার টুয়েলভ।

প্রথম রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে যোগ দিয়েছে চার দল। সেখানে আগেই নিশ্চিত ছিলো ৮ দলের অংশগ্রহণ।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে। তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। শারজাহর স্লো উইকেটে এই পরিবর্তন ছিলো প্রত্যাশিত। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। স্পিনার থিকসানার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিনোরা ফার্নান্দো।

পরিসংখ্যান: এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৭টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৪টিতে বাংলাদেশ। সবশেষ দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচই ছিল নিদাহাস ট্রফির।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা