খেলা

ভারতের বিরুদ্ধে প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ (১৮৯) ও ভারতের (১০৭) র‍্যাঙ্কিংয়ের ব্যবধান অনেক হলেও সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে প্রস্তুত বাংলাদেশ। সোমবার অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দিকে সব বাংলাদেশি খেলোয়াড়ের নজর। মানসিকভাবে খেলোয়াড়ে রয়েছেন ফুরফুরে মেজাজে।

এর মধ্যে শনিবার (২ অক্টোবর) মালেতে সকালের অনুশীলনে জামাল ভূঁইয়া, তপু বর্মণরা অনুশীলন করেছেন। তবে ডিফেন্ডার রেজাউল করিম জ্বরে আক্রান্ত বলে অনুশীলনের বাইরে আছেন। এর আগে ঢাকা ছাড়ার আগে কোচ থেকে খেলোয়াড় সবাই বলেছিলেন, ম্যাচ ধরে ধরে এগোতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটি এখন অতীত। এখন সব ভাবনা ভারত ম্যাচকে কেন্দ্র করে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী গোলদাতা তপুর হালকা চোট আছে। তবে আশার কথা হলো, জ্বর থেকে সুস্থ হয়ে মালেতে দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন মিডফিল্ডার সোহেল রানা। ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে অভিজ্ঞ এই মিডফিল্ডারের।

অনুশীলন শেষে সহকারী কোচ মাহবুবুর রক্সি বলেন, ‘পরবতী ম্যাচ ভারতের বিপক্ষে। আমরা বলেছি ম্যাচ ধরে ধরে এগোবো। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য যে পরিকল্পনার প্রয়োজন, সেটা নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এখন আমাদের গোল বাড়াতে হবে। গোল করার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা তা করেছিলাম। গোলের জন্য ভাগ্যেরও প্রয়োজন হয়।’

মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। আমাদের সব খেলোয়াড়েরা এই ম্যাচ খেলার জন্য অধীর অপেক্ষায় আছে। আমি ব্যক্তিগতভাবেও খুব আগ্রহী। এর আগে সল্টলেকে ভালো খেলেও আমরা জিততে পারেনি। এবার জয়টা পেলে ভালো হয়।’

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে সল্টলেকে ১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যদিও এই বছর দ্বিতীয় পর্বে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। চলতি সাফে বাংলাদেশ ম্যাচ খেললেও এখনো মাঠে নামেনি ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে ভারতীয় দল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের মূলহোতা অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (৩৫)–কে নির্মমভাবে হত্য...

জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়েছে, কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা