খেলা

পাকিস্তান যেতে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। অথচ পাকিস্তান সফরে যেতে এখন ভয় পাচ্ছে নিউজিল্যান্ড। তবে, কিউইরা পুরোপুরি বাতিল করে দেয়নি পাকিস্তান সফর। তারা আগে একটি নিরাপত্ত বিশেষজ্ঞ দলকে পাকিস্তানে পাঠাচ্ছে। সেই দলটি যে রিপোর্ট দেবে, তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত বহাল রাখবে কিংবা পরিবর্তন করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। গত কয়েকবছর অনেক কাঠখড় পুড়িয়ে নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সক্ষম হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে সফরে নিতে সক্ষম হয়েছে তারা।

এরই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ও অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। দীর্ঘ একযুগেরও বেশি সময় পার এই দেশ দুটির পাকিস্তান সফরে যাওয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে।

কিন্তু বাদ সেধেছে তালেবানদের আফগানিস্তান দখল। আফগানিস্তান যেহেতু পাকিস্তানের প্রতিবেশি দেশ এবং আফগানদের যে কোনো পরিস্থিতির প্রভাব পড়ে পাকিস্তানের ওপর, সে কারণেই হঠাৎ সফর দুটিকে ঘিরে সংশয়ের মেঘ জমেছে। এরই মধ্যে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করে তারা সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নিউজিল্যান্ডের কয়েকজন খেলোয়াড় তো পাকিস্তান যেতে অনীহাই প্রকাশ করেছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে পাকিস্তানে, তার নেতৃত্বে রয়েছেন রেগ ডিকাসন। নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার পাকিস্তান যেতে অনীহা প্রকাশের পরই নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।

১১ সেপ্টেম্বর ইসলামাবাদে পৌঁছার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সফরে তাদের ৩টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ম্যাচের ভেন্যুগুলো হচ্ছে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লোহোর। ৩ অক্টোবর পর্যন্ত তারা পাকিস্তানে অবস্থান করবে।

নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা এ নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং কনাসলট্যান্ট রেগ ডিকাসনের দ্বারস্থ হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি এবং তার দল সফর করবেন পাকিস্তানে। সেখানে নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য নেয়া নিরাপত্তার পুরো ব্যবস্থা খতিয়ে দেখবেন তারা।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘ডিকাসন নিয়মিত সফরের অংশ হিসেবেই পাকিস্তানে আসবেন। তিনি আইসিসির নির্ধারণ করা নিয়ম অনুসারে এখানকার নিরাপত্তা এবং ক্রিকেট সম্পর্কিত অন্য সব বিষয়গুলো খতিয়ে দেখবেন। পিসিবি আগের চেয়ে ভালো রিপোর্ট তাকে সরবরাহ করতে পারবে বলে আত্মবিশ্বাসী। এমনকি আফগানিস্তানের চলমান পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানে যে নিরাপত্তার কোনো সমস্যা নেই, সেটাই দেখাতে সক্ষম হবো।’

ইংল্যান্ড সফর নিয়েও শঙ্কা রয়েছে। ইংল্যান্ডের দৈনিক ‘ডেইলি মেইলে’র মতে, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলির কারণে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কার কারণেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ইসিবির একজন মুখপাত্র বলেন, ‘যে কোনো সফরের জন্য চলমান নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হয়। তবে আমাদের পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর নিয়ে আমরা পরিকল্পনা চালিয়ে যাচ্ছি।’

আগামী অক্টোবরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ১৬ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ড পুরুষ দলের। ১৩ ও ১৪ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি হওয়ার কথা। ৯ অক্টোবর পুরুষ দলের সঙ্গেই ইসলামাবাদে নামবে ইংল্যান্ড নারী ক্রিকেট দলও। একই ভেন্যুতে পাকিস্তান নারী দলের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবেন ইংলিশ নারীরা। ম্যাচগুলো করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। কিন্তু সেগুলো রাওয়ালপিন্ডিতে সরিয়ে আনা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলে...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা