নিজস্ব প্রতিবেদক: মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে এসে একাদশে পরিবর্তন এনেছে টাইগাররা।
অভিন্ন একাদশ নিয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতিহাস গড়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। চতুর্থ ম্যাচেও অপরিবর্তিত ছিল একাদশ, তবে জুটেছিলো পরাজয়। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এনেছে দুটি পরিবর্তন।
পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে। একাদশে সুযোগ পেয়েছেন দুই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিন।
দুই পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার একাদশেও। বাদ পড়েছেন জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাই। একাদশে ফিরেছেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া : অ্যালেক্স ক্যারি, ব্যান ম্যাকডারমট, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন, নাথান এলিস।
সাননিউজ/এএসএম