খেলা

‌‘এখন আমাকে ট্রফি দাও’

ক্রীড়া প্রতিবেদক : ‘তোমাদের জন্য অনেক কিছু করেছি। বেশি সুযোগ-সুবিধা দিতে তোমাদের এই হোটেলে এনেছি। ভবিষ্যতে এখানেই থাকবা। টাকা-পয়সা আনা সহজ কথা নয়। টাকা-পয়সা এনে তোমাদের পেছনে বিনিয়োগ করেছি। হাই প্রোফাইল কোচ দিয়েছি। টেকনিক্যাল ডিরেক্টর রেখেছি। বিদেশি ফিজিও চলে এসেছে। নেপালে গিয়ে গোলরক্ষক কোচ যোগ দেবেন। এখন তোমরা আমাকে ট্রফি দাও।’

কথাগুলো বলেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বুধবার (১৭ মার্চ) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটার পর ফুটবলারদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি।

বাফুফে সভাপতি বল নিয়ে খেলোয়াড়দের দেখিয়ে দিয়েছেন, কিভাবে তারা ডি-বক্সে ভুল করে গোল খেয়ে থাকে। দুইজন ডিফেন্ডারকে ডেকে বাফুফে সভাপতি বললেন-‘তুমি এখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। মনে করো ডি-বক্সে আছো। যা করলে বিপদ, সেটা আমি দেখাচ্ছি। তোমরা এগুলো করো না?’

খেলোয়াড়রা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে কাজী সালাউদ্দিনের প্রশ্ন, ‘কেন এগুলো করো? এগুলো করবে না। এটা করেই তোমরা গোল খাওয়াও। এসব করা থেকে সাবধান থেকো।’

এসব বলে খেলোয়াড়দের উদ্দেশ্যে কাজী মো. সালাউদ্দিন তার চাওয়াটাও জানিয়ে দেন, ‘আমি ট্রফি চাই। নেপালের বিপক্ষে কিছুদিন আগে জিতেছো। কিরগিজস্তানের জাতীয় দল নয়, অনূর্ধ্ব-২৩ দল। ট্রফি না জেতার তো কোনো কারণ দেখি না।’

‘আমি বাফুফে ভবনে মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছি। এখানে দিচ্ছি না। তোমরা ইন্টারভিউ দাও, তোমরাই স্টার হও, তোমাদের মানুষে চিনুক তোমরাই টাকা-পয়সা রোজগার করো।’

সবশেষে বাফুফে সভাপতি ফুটবলারদের কাছে জানতে চান, ‘আমি কি ট্রফি আশা করতে পারি?’ তখন ফুটবলাররা সমস্বরে জবাব দেন, ‘আশা করতে পারেন। আমরা চেষ্টা করব।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা