খেলা

আইপিএল নিলামে কোন দল কতটা নিয়ে নামলো?

ক্রীড়া ডেস্ক : চেন্নাইয়ে আইপিএলের নিলাম শুরু হচ্ছে কিছুক্ষণ পর। দলগুলো টাকা নিয়ে বসে পড়েছে হিসেব-নিকেশে। এবারের নিলামে কোন দলের হাতে কত টাকা রয়েছে? কারা কতজন করে ক্রিকেটার নিলাম থেকে নিতে পারবে? কৌতুহলের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএল মিনি নিলামের রাজকীয় পর্বে থাকবে ২৯২ জন ক্রিকেটারের নাম। তার মধ্যে রয়েছেন ১৬৪ জন ভারতীয় এবং ১২৫ জন বিদেশি ক্রিকেটার। দর হাঁকাবে আট ফ্র্যাঞ্চাইজি।

তবে নিলামের আগেই নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে দলগুলো। হাতে তাদের পর্যাপ্ত টাকা নেই। খেলোয়াড়দের কোটাও খুব বেশি খালি নেই। দলগুলোর খেলোয়াড় তালিকার যে চিত্র, তাতে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই তাই দল পাবেন না।

চেন্নাই সুপার কিংস নিতে পারবে ৬ জন ভারতীয় এবং ১ জন বিদেশি ক্রিকেটার। তাদের হাতে রয়েছে ২২ কোটি ৯০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ১২ কোটি ৯০ লাখ রুপি। দিল্লি নিতে পারবে ৬ জন ক্রিকেটারকে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে দুটি।

পাঞ্জাব কিংসের হাতে রয়েছে সবচেয়ে বেশি অর্থ। ৫৩ কোটি ২০ লাখ রুপি নিয়ে তারা কিনতে পারবে ৯ জন ক্রিকেটার। যার মধ্যে ৫ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে দলটি। কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে ৮ জনকে। তাদের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লাখ রুপি।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নিতে পারবে ৭ জন ক্রিকেটার, যার মধ্যে ৪ জন বিদেশিকে নেয়ার জায়গা রয়েছে তাদের। হাতে রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ রুপি। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ রুপি। তারা নিতে পারবে ৩ বিদেশিসহ ৮ জন ক্রিকেটার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিতে পারবে ১৩ ক্রিকেটারকে। ৪ বিদেশি ক্রিকেটার নেয়ার জায়গা ফাঁকা রয়েছে তাদের। ব্যাঙ্গালুরুর দলের হাতে রয়েছে ৩৫ কোটি ৯০ লাখ রুপি। সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। ১ বিদেশিসহ ৩ ক্রিকেটার নিতে পারবে তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা