খেলা

সাদা পোশাকে আর দেখা যাবে না মাহমুদুল্লাহকে!

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (৪ জানুয়ারি) মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের যে প্রাথমিক টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, তাতে জায়গা হয়নি দেশের অন্যতম সৃজনশীল ব্যাটসম্যান ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। এরফলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই ৩৫ বছর বয়স্ক মাহমুদুল্লাহর সাদা পোশাকের ক্যারিয়ার শেষের ইঙ্গিত দেখছেন। যদিও নির্বাচক প্যানেল এ প্রসঙ্গে কিছুই বলেননি।

গেল বছর অধিনায়ক হিসেবে দুই দুটি ট্রফি জেতা মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হলেও সুযোগ পেয়েছেন ডান হাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এক বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ফিরেছেন কব্জির চোট কাটিয়ে বাঁ হাতি ওপেনার সাদমান ইসলামও। দুটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় আসবে ১০ জানুয়ারি। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩-৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় টেস্ট ঢাকায় ১১-১৫ ফেব্রুয়ারি।

অভিষেকের পর ২০২০ সালে সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য টেস্ট খেলেছে মাত্র দুটি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ইনিংস হারের টেস্টে মাহমুদুুল্লাহ খেলে দুই ইনিংসে রান করেছিলেন মাত্র ২৫ ও ০। এরপর ঘরের মাঠে সুযোগ পাননি। কলকাতায় গোলাপি বলের টেস্টও খেলেছেন। কিন্তু গত ১০ ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৬৭।

সেঞ্চুরি করেছিলেন দুই বছর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে। অবশ্য ৪৯ টেস্ট ক্যারিয়ারের ৪ সেঞ্চুরির তিনটিই করেছেন ২০১৮-১৯ সালে পাঁচ টেস্টের মধ্যে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে টিম ম্যানেজমেন্ট চাইছেন না টেস্ট খেলাতে। তার পজিশনে মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহানদের চিন্তা করছে। তাকে বাদ দিতে অবশ্য নির্বাচকদের ভাবতে হয়নি। কারণ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে দেশে ফিরে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও ১ ও ১৭ রান করেছিলেন। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল টেস্ট ক্যারিয়ারের সহসাই যদি পড়তে যাচ্ছে টি-২০ অধিনায়কের।

প্রাথমিক দল (টেস্ট) : সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান ও সাদমান ইসলাম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিপিবি প্রার্থী শ. ম. কামাল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপ...

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা...

ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর...

বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদের চে...

দিবাকরকাঠী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকা...

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭...

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা