খেলা

মুশফিকের খুলনাকে হারিয়ে শীর্ষে ঢাকা

সান নিউজ ডেস্ক: সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে লড়াই করেও দলকে জেতাতে পারলেন না মুশফিক। ঝড়ো হাফসেঞ্চুরিতে মাত্র ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন মুশফিক। তবুও জেতাতে পারলেন না খুলনা টাইগার্সকে। শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে ১২ রানে হেরেছে মুশফিকরা। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা।

আসিফ আলীর ১৩ বলে অপরাজিত ৩৯ রানে ২০ ওভারে ঢাকা ৪ উইকেট হারিয়ে করে ১৭২ রান। কঠিন লক্ষ্যে মুশফিক লড়াই চালালেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ২০ ওভারে খুলনা করতে পারে ৮ উইকেটে ১৬০ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা উদ্বোধনী জুটি থেকে পায় ৪৫ রান। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি তামিম ইকবাল। ২৩ বলে ২৫ রান করে ঢাকার প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মোহাম্মদ আমিরের আঘাতের পর শফিউল ইসলাম তুলে নেন আরেক ওপেনার এনামুল হকের (১৫) উইকেট। খানিক পর আমিনুল ইসলামের ঘূর্ণিতে মাত্র ১ রানে আউট মেহেদী হাসান।

৬২ রানে ৩ উইকেট হারানো ঢাকাকে টেনে তোলেন মুমিনুল হক ও আরিফুল হক। ধৈর্যশীল ব্যাটিংয়ে দলের স্কোর বাড়িয়ে নেন তারা। চতুর্থ উইকেটে গড়েন ৫৬ রানের জুটি। ৩৬ বলে ৩ বাউন্ডারিতে ৩৮ রান করা মুমিনুলের আউটের সময় ঢাকার রান ১৫০ পর্যন্ত যায় কিনা, সেটাই ছিল সংশয়। যদিও আসিফ আলীর ঝড়ে শুধু দেড়শ ছাড়ালো না, ঢাকার রান পৌঁছে যায় ১৭২-এ।

পাকিস্তানি ব্যাটসম্যান আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিলেন। মাত্র ১৩ বলে খেলেন হার না মানা ৩৯ রানের ইনিংস। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ২ চার ও ৪ ছক্কায়। অন্যদিকে আরিফুল ৩০ বলে ৩ চার ও ১ ছয়ে অপরাজিত ছিলেন ৩৭ রানে।

মোহাম্মদ আমির ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার শফিউল ইসলাম ও আমিনুল ইসলামের।

খুলনার ওপেনিংয়ে ছিল চমক। মেহেদী হাসান মিরাজ আগে থেকেই ছিলেন ওপেনারের ভূমিকায়, এই ম্যাচে তার সঙ্গী লেগ স্পিনার আমিনুল। বয়সভিত্তিক ক্রিকেটে অলরাউন্ডারের ভূমিকায় খেললেও আন্তর্জাতিক ক্রিকেট তার শুরু হয়েছে শুধুই বোলার হিসেবে। খুলনা অধিনায়ক মুশফিকের বাজি অবশ্য কাজে আসেনি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন আমিনুল। কিছুক্ষণ পর ফিরে যান মিরাজও (১৫)। শামসুর রহমান (৩) ও রাইলি রুশো (১৮) তাদের পথে হাঁটলে ৪৪ রানে ৪ উইকেট হারায় খুলনা।

ওই জায়গা থেকে নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে লড়াই করেছেন মুশফিক। নাজিবউল্লাহ ২৯ বলে ৩১ রান করে ফিরলেও মুশফিক আশা বাঁচিয়ে রেখেছিলেন খুলনার। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করেও অবশ্য দলকে জয়ের গন্তব্যে নিতে পারেননি। ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

ঢাকার সবচেয়ে সফর বোলার হাসান মাহমুদ। ২০ বছর বয়সী পেসার ৪ ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি মুর্তজা, শাদাব খান ও থিসারা পেরেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা