খেলা

রংপুরকে হারিয়ে শীর্ষে রাজশাহী

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্স এর বিপক্ষে ৩০ রানের জয় দিয়ে মিশন শুরু করলো রাজশাহী রয়্যালস।

টানা দু’ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরে টুর্নামেন্টের শীর্ষে এখন রাজশাহী। ৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে উঠলো তারা।

সমান পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। কিন্তু রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। সমান ১০ পয়েন্ট নিয়ে পরের দু’টি স্থানে খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন।
বৃহস্পতিবার আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে ১৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৪৯ রানে থামে শেন ওয়াটসনের রংপুর।

১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে সূচনালগ্নেই হোঁচট খায় রংপুর। মোহাম্মদ নওয়াজের বলে প্যাভিলিয়নের পথ ধরেন শেন ওয়াটসন।ওয়ানডাউনে নেমে নাঈম শেখকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতেই বিদায় নেন ক্যামেরন ডেলপোর্ট। শোয়েব মালিকের বলে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

সেই রেশ না কাটতেই এ বোলারের দ্বিতীয় শিকার হয়ে আসেন ইনফর্ম নাঈম। এতে চাপে পড়ে রংপুর। টম এবেল ও ফজলে মাহমুদে জয়ের স্বপ্ন দেখলেও তা আর পূরণ হয়নি। ১৪৯ রানেই ৭ উইকেটে থামে রংপুর।

সোয়েব মালিক, কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ নেওয়াজ ২টি করে উইকেট নেন।

এদিকে, শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। আজ মাঠে নামেন নি রাজশাহীর নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। তার বদলে শোয়েব মালিক নেতৃত্ব দেন দলকে।

দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় রাজশাহী। পাঁচ ওভার না পেরোতেই দলীয় অর্ধশত পূর্ণ করেন লিটন দাস ও আফিফ হোসেন। তবে এরপরই দ্রুত ফিরে যান দুজন। লিটন ও আফিফ করেন যথাক্রমে ১৯ ও ৩২ রান।

এরপর রবি বোপারা ছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউই তেমন ঝড় তুলতে পারেননি। শোয়েব মালিক ও ইরফান শুক্কুর ফিরে যান যথাক্রমে ৩৭ ও ২০ রানে। বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন রবি বোপারা ও মোহাম্মদ নেওয়াজ। ইনিংস শেষে ৫০ ও ১৫ রানে অপরাজিত থাকেন তারা।

রংপুরের হয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। আরাফাত সানি ও মোহাম্মদ নবী একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

রাজশাহী রয়্যালস : ১৭৯/৪, ২০ ওভার
বোপারা ৫০*,
মালিক ৩৭,
মুস্তাফিজুর ২/৪১।

রংপুর রেঞ্জার্স : ১৪৯/৭, ২০ ওভার
ফজলে ৩৪, অ্যাবেল ২৯
নাওয়াজ ২/২১।

ফলাফল : রাজশাহী রয়্যালস ৩০ রানে জয়ী।

ম্যাচ সেরা : রবি বোপারা (রাজশাহী রয়্যালস)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পটুয়াখালী পাওয়ার প্লান্টে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সম্প্রতি চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়...

ফিরে দেখা ৬২'র শিক্ষা আন্দোলন

১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই...

ছাত্রদল নেতাকে চাঁদা না দেয়ায় যুবদল নেতার ওপর হামলা, উত্তাল ভালুকা!

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদের কাছে ময়মনসি...

এনসিপি রাজনীতিতে নয়া সমীকরণ

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয়...

এনসিপি রাজনীতিতে নয়া সমীকরণ

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয়...

পটুয়াখালী পাওয়ার প্লান্টে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সম্প্রতি চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়...

ছাত্রদল নেতাকে চাঁদা না দেয়ায় যুবদল নেতার ওপর হামলা, উত্তাল ভালুকা!

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদের কাছে ময়মনসি...

ফিরে দেখা ৬২'র শিক্ষা আন্দোলন

১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই...

সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন

অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন যারা দেখেননি তারা ছুটিতে বেড়িয়ে যেতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা