খেলা

করোনার প্রভাবে দেশের সব খেলা স্থগিত

ক্রীড়া প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে পৃথিবীর অনেক দেশেই এরইমধ্যে সব ধরণের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে। এবার দেরিতে হলেও সেই পথে হাঁটলো বাংলাদেশ।

৩১ মার্চ পর্যন্ত সকল ধরণের ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া আন্তর্জাতিক ইভেন্টগুলো এপ্রিলের পরে করার অনুরোধ করা হয়েছে।

১৬ মার্চ সোমবার বিকেলে সচিবালয়ের সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে এরমধ্যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উপস্থাপন করেছিলেন। চলমান ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টের কথা শুনে তখন প্রধানমন্ত্রী সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন।

তিনি আরো বলেন, এছাড়া আন্তর্জাতিক কোনও ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন।

ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের চলমান তিনটি প্রতিযোগিতা স্থগিত করেছে।

১৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের খেলা, সেটা বন্ধ রাখা হয়। এ নিয়ে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় বাফুফের প্রফেশনাল লিগ কমিটি জরুরি সভায় বসবে। সেখানে পরে কবে নাগাদ লিগ শুরু হতে পারে, তা নিয়ে আলোচনা করবে।

চলমান নারী ফুটবল লিগের পরের রাউন্ড শুরুর কথা ছিল ১৮ মার্চ তেকে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাফুফে সেটাও স্থগিত করেছে।

আগামীকাল ১৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট। আপাতত সেটাও হচ্ছে না।

এদিকে ফুচবলের সঙ্গে স্থগিতের তালিকায় যোগ হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও। আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সিসিডিএম কর্মকর্তারা। সেখানেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয় সবাইকে।

১৮ এবং ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মোট ৬টি ম্যাচ। করোনাভাইরাসের কারণে ওই দুইদিনের খেলাও স্থগিতের ঘোষণা দিলো বিসিবি।

স্বাস্থ্য এবং জননিরাপত্তা সম্পর্কিত পরামর্শগুলো মেনে চলেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মনোনয়ন ফরম...

ফুলবাড়ীতে বিজিবির অতিরিক্ত টহল তৎপরতা ও চেকপোস্ট স্থাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্র...

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ...

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইস...

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন

সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মনোনয়ন ফরম...

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা