নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশেকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সবদেশ আমাদের সাথে কাজ করতে চায়।
আরও পড়ুন: বাড়ল এলপি গ্যাসের দাম
শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ব্রাসেলসে এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বকে চমকে দিয়েছে। শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, উন্নয়নের সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে। সবকিছুতে না বলার অপসংস্কৃতি ও সাংঘর্ষিক রাজনীতি যদি না থাকতো, তাদের জ্বালাও-পোড়াও না থাকলে, দেশ আরও বহুদূর এগিয়ে যেত।
আরও পড়ুন: আতঙ্কে বাড়ি ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা
রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন এ মন্ত্রী। প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কথাও এ সময় জানান তিনি।
সান নিউজ/এএ