ছবি: সংগৃহীত
জাতীয়

সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে

নুসরাত জাহান ঐশী: ২০২৩ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৫২৪ জন, যা তার আগের বছরের তুলনায় কিছুটা কম। রাজনৈতিক অস্থিরতায় বাস ও পণ্যবাহী যানবাহন কম চলায় এ সংখ্যা কমেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

আরও পড়ুন: গাইবান্ধায় নিহতের সংখ্যা বেড়ে ৩

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত ‘২০২৩ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা’ র্শীষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহাবুব উদ্দিন আহমেদ।

প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশে ২০২৩ সালে দুর্ঘটনা ঘটেঠে ৬৯১১টি। এতে নিহত হয়েছেন ৬৫২৪ জন এবং আহত হয়েছেন ১১৪০৭ জন। এর মধ্যে কেবল মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৮৭ জন।

আরও পড়ুন: ঢাকায় চলছে ৩ দিনব্যাপী পৌষ মেলা

নিহতদের মধ্যে নারী ৯৭৪ জন এবং শিশু ১১২৮ জন। এসব দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১৪৫২ জন। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪২ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে ২৩৭৩টি জাতীয় মহাসড়কে, ২৮৮৭টি আঞ্চলিক সড়কে, ৯৯৪টি গ্রামীণ সড়কে, ৫৮৩টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৭৪টি সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার ধরন:

দুর্ঘটনাসমূহের ১২৯১টি মুখোমুখি সংঘর্ষ, ৩১৪৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪৪৬টি পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৮১৭টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ২০৮টি অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা:

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ১১৩৬৬টি। এর মধ্যে বাস ১৫০৩টি, কাভার্ডভ্যান ২৮৩টি, পিকআপ ৪৩২টি, ট্রলি ১৭৮টি, লরি ১১৪টি, ট্রাক্টর ১৭৪টি, ড্রাম ট্রাক ৯৭টি, পুলিশ ও র‌্যাবের পিকআপ ১৩টি, প্রিজনভ্যান ৪টি, বিজিবি ট্রাক ২টি, আর্মি ট্রাক ২টি, তেলবাহী ট্যাংকার ১৪টি, লং ভেহিকেল ১টি, বিদ্যুতের খুটিবাহী ট্রাক ৭টি, কার্গো ট্রাক ১টি, সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক ৫টি, মাইক্রোবাস ২০৯টি, প্রাইভেটকার ২৫২টি, অ্যাম্বুলেন্স ৬৮টি, পাজেরো জীপ ১৭টি, মোটরসাইকেল ২৬১৯টি, থ্রি-হুইলার ১৯৬১টি (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, মিশুক, লেগুন, টেম্পু ইত্যাদি), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৭২৪টি (নসিমন, ভটভটি, আলমসাধু, পাখিভ্যান, মাহিন্দ্র, টমটম, চান্দের গাড়ি ইত্যাদি), বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান ৫৩১টি এবং অজ্ঞাত গাড়ি ৩৪৯টি।

আরও পড়ুন: ২০২৩ সালে ৫১৩ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৩ সালে ১০৭টি নৌ-দুর্ঘটনায় ১৪৮ জন নিহত, ৭২ জন আহত এবং ৪৬ জন নিঁখোজ হয়েছেন। এ সময়ের মধ্যে নৌপথে ৩৩টি গরুরও মৃত্যু হয়। এদিকে রেলপথে ২৮৭টি দুর্ঘটনায় ৩১৮ জন নিহত এবং ২৯৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসেব অনুসারে, ২০১৯ সালের তুলনায় ২০২২ সালে দুর্ঘটনা বেড়েছে ০.৮৯ শতাংশ, প্রাণহানি বেড়েছে ৪.২২ শতাংশ এবং আহত বেড়েছে ৩.৮৮ শতাংশ।

আরও পড়ুন: তালাবদ্ধ লাগেজে যুবকের মৃতদেহ

২০২০ সালের তুলনায় ২০২১ সালে দুর্ঘটনা বেড়েছে ১৩.৪৩ শতাংশ, প্রাণহানি বেড়েছে ১৫.৭০ শতাংশ এবং আহত বেড়েছে ১.২০ শতাংশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুর্ঘটনা বেড়েছে ২৭.১৪ শতাংশ, প্রাণহানি বেড়েছে ২২.৭৪ শতাংশ এবং আহত বেড়েছে ৬৮.৯২ শতাংশ।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দুর্ঘটনা বেড়েছে ১.২%, প্রাণহানি কমেছে ১৫.৪১% এবং আহত কমেছে ৯.৫৭%।

রোড সেফটি ফাউন্ডেশনের ১০টি সুপারিশ:

১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে;

২. চালকদের বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট করতে হবে;

৩. বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি করতে হবে;

৪. পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে;

৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা রাস্তা (সার্ভিস লেন) তৈরি করতে হবে;

৬. পর্যায়ক্রমে সকল মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে;

৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে;

৮. রেল ও নৌ-পথ সংস্কার করে সড়ক পথের উপর চাপ কমাতে হবে;

৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন করতে হবে;

১০. ‘‘সড়ক পরিবহন আইন-২০১৮’’ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।

প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

উল্লেখ্য, ২০২২ সালে সারা দেশে ৬৮২৯টি সড়ক দুর্ঘটনায় ৭৭১৩ নিহত জন এবং ১২৬১৫ জন আহত হয়েছেন। সেই হিসাবে প্রতিদিন গড়ে ২১.১ জনের মতো নিহত হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে কালবৈশাখীর আঘাত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এ বছ...

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভোলায় কর্মসূচি 

ভোলা প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন...

ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ৫ বছর পর ইউরোপ...

৫ম বার শপথ নিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্...

শরীয়তপুরে দোকানে আগুন

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার আং...

ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ঘটনায় তদন্ত কমিটি 

জেলা প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ম বর...

ট্রাকে পাচারের সময় উদ্ধার কোটি টাকার হেরোইন

জেলা প্রতিনিধি: রাজশাহীতে ট্রাকে পাথরের আড়ালে হেরোইন পাচারের...

রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে এবং তাদের জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা