ছবি: সংগৃহীত
জাতীয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক: আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের প্রাথমিক খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: বৃহস্পতিবার সর্বজনীন পেনশন উদ্বোধন

সম্প্রতি মাঠ পর্যায়ে পাঠানো ইসির এক নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জানানো যাবে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। এরপর ১৭ সেপ্টেম্বরের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা খসড়া ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করবেন।

এছাড়া ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানো হবে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে দেশে ফিরছেন নওয়াজ

সূত্র থেকে জানা যায়, জেলা নির্বাচন কার্যালয়, উপজেলা নির্বাচন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়াও ইউনিয়ন পরিষদ পর্যায়েও খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

কারো কোনো দাবি-আপত্তি থাকলে উপজেলা, জেলা নির্বাচন কার্যালয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে। এ কারণে কোনো নির্ধারিত কার্যালয়ে আবেদনের ধরা-বাঁধা নিয়ম নেই।

আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবি

এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে এবং সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুলিপি দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসি সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপনের যে নীতিমালা করেছে, সেখানে জেলা পর্যায়ে ডিসিকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি করা হয়েছে।

আরও পড়ুন: সাঈদীকে সেবা দেওয়া ডাক্তারকে হুমকি

বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এতে সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে সদস্যসচিব করা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অফিসার ইনচার্জ এতে সদস্য হিসেবে রয়েছেন।

এ কমিটিতে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে সদস্যসচিব করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ভোট কেন্দ্রের নীতিমালা অনুসারে, যাতায়াতের সুবিধা, ভবনের আয়ুষ্কাল, ভোটার বৃদ্ধি, সরকারি ভবনকে প্রাধান্য দেওয়া, প্রভাব রয়েছে বা উন্মুক্ত নয় এমন স্থানে ভোট কেন্দ্র না করা, রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তির নামে স্থাপিত প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র না করা, শারীরিকভাবে পিছিয়ে পড়াদের কথা বিবেচনা করে ভোট কেন্দ্র স্থাপন প্রভৃতি বিষয় আমলে নিতে হবে।

এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে, যে কোনো ভোটার দাবি-আপত্তি জানাতে পারবেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

গণমাধ্যমকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নীতিমালা অনুযায়ী, বুধবার (১৬ আগস্ট) জেলা, উপজেলা পর্যায়ে ভোট কেন্দ্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে।

এতে কোনো দাবি-আপত্তি থাকলে, তা শুনানি করে খসড়া তালিকা চূড়ান্ত করা হবে। এরপর চূড়ান্ত খসড়া তালিকা মাঠ পর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠানো হবে।

নির্বাচন কমিশন তা দেখে অনুমোদন দিলে সেটি ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা হবে।

আরও পড়ুন: ওমরায় গেলেন ডিবিপ্রধান হারুন

প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ। সে সময় সম্ভাব্য ৪০ হাজার ৬৫৭ টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে ৪০ হাজার ১৯৯ টি কেন্দ্র চূড়ান্ত করা হয়।

ভোটের কমপক্ষে ২৫ দিন আগে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হয়।

তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটারের বিপরীতে ৪২ হাজারের মতো ভোট কেন্দ্র লাগবে বলে ধারণা করছে ইসি।

চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন গণমানুষের মনিকোঠায় : বাংলাদেশ ন্যাপ

‘জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও...

কুষ্টিয়ায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

হাদির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা