ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর জামায়াত শিবিরের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশসহ হামলাকারী চক্রকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আরও পড়ুন: বৃহস্পতিবার সর্বজনীন পেনশন উদ্বোধন

মঙ্গলবার (১৫ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) রাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করায় পেশাগত দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ওপর এ হামলা করা হয়।

আরও পড়ুন: বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সর্বোচ্চ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত একজন স্বাধীনতা বিরোধী ও মানবতাবিরোধী অপরাধীকে যুদ্ধাপরাধী অভিহিত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন সাংবাদিকরা।

এ সময় যারা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী বলে আমরা মনে করি। যারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি বিশ্বাস করে না, তারা রাষ্ট্রদ্রোহী।

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

তারা আরও বলেন, এসব উগ্র হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে। অন্যথায়, এ অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে পড়বে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে অতীতের মতো সোচ্চার ভূমিকা রাখতে প্রস্তুত এবং যে কোনো মূল্যে এ অপশক্তিকে মোকাবিলা করা হবে।

আরও পড়ুন: ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ

উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শওকত মঞ্জুর শান্ত, ভিডিও জার্নালিস্ট মাহফুজুর রহমান মিঠু, বিশ্বাস সরকার, আরটিভির নগর প্রতিবেদক শেখ ফরিদ, ভিডিও জার্নালিস্ট আয়াতুল্লাহ মানিক-এর ওপর হামলা করে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির চক্র।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও স...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসা জরুরি

নিজস্ব প্রতিবেদক: রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন এব...

কুমিল্লায় অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ 

জেলা প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালত কুমিল্লার দেবিদ্বারে অবৈধভা...

২০ লাখ মানুষ গ্লুকোমায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের প্রায় ২...

আজ ঢাকা ত্যাগ করবেন অ্যান্তোনিও

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি চার দিনের সফরে রাজধানী ঢাকা আসেন...

সংবেদনশীল বায়ু নিয়ে তালিকার ১২তম ঢাকা

মাহিদুল হোসেন সানি: রাজধানী ঢাকার...

২০ লাখ মানুষ গ্লুকোমায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের প্রায় ২...

তিন মাস ধরে ফে‌রি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: প্রায় তিন মাস ধরে নাব্যতা সংকট দে‌খি&zw...

কুমিল্লায় অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ 

জেলা প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালত কুমিল্লার দেবিদ্বারে অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা