গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি উন্নয়ন আন্দোলনের
জাতীয়

গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি উন্নয়ন আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনাকালে বাড়ানো গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া পুনর্বহালের রাখার দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, করোনা সংকটে যে শর্ত সাপেক্ষে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল, তার কোনোটাই মানছেন না পরিবহন মালিক-শ্রমিকরা। বাড়তি ভাড়া নিয়ে পুরনো পদ্ধতিতেই গদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। ফলে একদিকে হুমকির মুখে রয়েছে জনস্বাস্থ্য, অন্যদিকে পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের। তাই অবিলম্বে সরকার নির্ধারিত এ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া পুনর্বহাল করতে হবে।

বিবৃতি দাতারা হলেন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, মহাসচিব মো. গোলাম মোস্তফা সজীব মোল্লা, ভাইস চেয়ারম্যান মোল্লা সিরাজুল ইসলাম নয়ন, মো. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর ও মো. রিয়াজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. তরিকুল ইসলাম কাবির, মোহাম্মাদ মিলন, মিরাজ আল সাদি, মোহাম্মদ হোসেন মুক্ত, মো. নাসির খান ও ডা. অনুপ কুমার মিত্র, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল, মো. জামাল হোসেন, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এস কে নাজমুল হাসান, এম হাসিব গোলদার, ইসহাক ফরীদি, আব্দুল্লাহ আল নোমান, শেখ আজিজুল ইসলাম, মো. বেলাল শিকদার, মো. নজরুল ইসলাম, ডা. শামিমুল ইসলাম, মো. কামাল হোসেন, শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন বলেন, ‘সরকার যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের নিয়ে বৈঠক করে এই সংকটময় মুহূর্তে জনগণের ওপর একচেটিয়াভাবে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া চাপিয়ে দেয়। এ ঘোষণার পর পরই দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়।’

‘সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার অনতিবিলম্বে আগের ভাড়া পুনর্বহালের নির্দেশনা দেবে বলে আশা করছি। অন্যথায় সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনে বাধ্য হবেন।’

অন্য নেতারা বলেন, ‘করোনা সংকটে দেশের কর্মহীন ও আয় কমে যাওয়া সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি দেশের গণপরিবহনগুলোতে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির নামে গণপরিবহনের বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাহার করে দেশের প্রতিটি রুটে ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প...

ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শ্রমিক লী...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রলির ধাক্কায় কুদ্দুস ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়...

২৩ মামলার আসামি লালুসহ ৩ সহযোগী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী, চারটি হত্যাসহ ২৩ মামলার আসামি...

কভার্ড ভ্যান–বাসের মাঝে পিষে মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কভার্ড ভ্য...

খেলতে গিয়ে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান নামে ৪ বছরের এক শি...

কভার্ড ভ্যান–বাসের মাঝে পিষে মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কভার্ড ভ্য...

সাংবাদিকসহ ৪ পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

মাদারীপুরে মাহবুবুর রহমান বাদল নামের এক সিনিয়র সাংবাদিককে ১৫ দিন ধরে অবরুদ্ধ...

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প...

ভারতের জার্সি গায়ে পাকিস্তানি খেলোয়াড়, ফেডারেশনের জরুরি সভা

পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড় বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি গায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা