তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
জাতীয়

কল্যাণ ট্রাস্ট সবার জন্য

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান দেওয়া হবে।

আরও পড়ুন: দেখিয়ে দিয়েছি আমরাই পারি

তিনি বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা সাংবাদিক শুধু তাদের নয়, তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান দেওয়া হবে। আমরা একটি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি, আগামী অর্থবছরেই সেটি চালু করতে পারব।’

রোববার (২৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৩তম সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সব সাংবাদিকের জন্য। যিনি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারকে কালকেই নামিয়ে ফেলেন, এমন অনেককেই আমরা দিয়েছি এবং দেবো। কারণ, কল্যাণ ট্রাস্ট সবার জন্য। যারা সমালোচনা করেন আমাদের, প্রতিদিন আমাদের বিরুদ্ধে লিখেন বা বলেন, তাদেরও আমরা এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করবো।’

আরও পড়ুন: রাশিয়ান স্বর্ণ আমদানি নিষিদ্ধ!

এ বছর সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাধারণ খাতে ৯ কোটি ৭০ লাখ টাকা ছিল, জানিয়ে মন্ত্রী বলেছেন, ‘তার মধ্যে ৯ কোটি ৩৩ লাখ টাকার বিষয়ে এরইমধ্যে সিদ্ধান্ত হয়েছে। আরও ৩৬ লাখ ৫০ হাজার টাকা বাকি আছে। আজকের মিটিংয়ে সেগুলোর বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’ পুরো টাকাই ইনশাআল্লাহ যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে সিলেক্ট করে আমরা দিয়ে দেবো।’

এর বাইরে করোনাকালীন বিশেষ সহায়তা তহবিল আছে। প্রধানমন্ত্রী যেখানে ১০ কোটি টাকা দিয়েছেন। ৬-৭ মাস আগে অনেকে বলেছিলেন সব টাকা কেন এখন দিয়ে দেওয়া হচ্ছে না? তখন কল্যাণ ট্রাস্টে আলোচনা হয়েছিল, করোনা ভবিষ্যতেও বাড়তে পারে। এখন করোনা বেড়েছে। সেখান থেকে সম্ভবত ৬ কোটি টাকার মতো বিতরণ হয়েছে, আরও ৪ কোটি টাকা আছে। সেগুলোর বড় অংশ আমরা চেষ্টা করব আগামী কোরবানির ঈদের আগে বিতরণ করার কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন: কমছে ভোজ্যতেলের দাম

তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন। আজকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের জন্য একটি ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। ট্রাস্টের নিয়ম অনুযায়ী যারা সাহায্য পাওয়ার যোগ্য তারা সবাই পাচ্ছেন।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় বিএনপি নেতারা খুশি হননি। বরং অভিনন্দন জানাতে ব্যর্থ হওয়ার মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, পদ্মা সেতুর বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিল, সেটি সঠিক বলে তারা স্বীকার করে নিয়েছে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। প্রতিবেশী ভারত অভিনন্দন জানিয়েছে। পাকিস্তান অভিনন্দন জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। এর মধ্যে দিয়ে বিএনপি প্রমাণ করেছে, এই পদ্মা সেতু হওয়াতে সারাদেশের প্রতিটি মানুষ উল্লসিত, আনন্দিত হলেও, সব বাঙালি-বাংলাদেশি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হননি। তারপরও এই পদ্মা সেতু সবার জন্য নির্মিত। প্রধানমন্ত্রী সবার জন্য সেতু নির্মাণ করেছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘এ পদ্মা সেতু নির্মিত হওয়ায় যারা একসময় সমালোচনা করেছিল, আশঙ্কা প্রকাশ করেছিল, এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে কখনো করা সম্ভব নয়, তারাও আজকে অনেকে প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। এখন জাতির এই সক্ষমতায় তারাও আনন্দিত। যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করেছিল, সেই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গতকাল (২৫ জুন) শাড়ি পরে সেখানে গিয়েছিলেন। তার ড্রেস কিন্তু শাড়ি নয়। তিনি শাড়ি পরে সেখানে গিয়েছিলেন। আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করা এর কারণ বলে আমি মনে করি এবং তিনি ভূয়সী প্রশংসা করেছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা