নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সচল ও অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহীর চারঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করার সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনায় বিশ্বের অন্য দেশে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থায় রয়েছে।
পররাষ্ট্র পতিমন্ত্রী বলেন, সরকার সবকিছু মোকাবেলা করে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে। চারঘাট-বাঘায় এ লাকায়ও উন্নয়ন কাজ চলমান আছে। স্কুল-কলেজ, মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন কাজ চলমান আছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নতুন অফিস, মেরামাতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            