সাননিউজ ডেস্ক: মেরামত কাজ চলছে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪)। শুক্রবার (২৮ মে) দুপুর ২টার কিছু পরে কাজ শুরু হয়।
সি-মি-উই-৪ থেকে দেশে ব্যান্ডউইথ সরবরাহ (৫০০ জিবিপিএস-এর কিছু বেশি) বন্ধ রয়েছে। এর ফলে দেশের ইন্টারনেটের গতিতে প্রভাব পড়েছে। তবে তা ‘সামান্য’ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সি-মি-উই-৪ -এর বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হচ্ছে। সি-মি-উই-৫ ও আইটিসির (টেরেস্ট্রিয়াল ক্যাবল) ব্যান্ডউইথ দিয়ে দেশে ইন্টারনেট স্বাভাবিক রাখা হয়েছে। ফলে গতিতে প্রভাব সামান্যই। ল্যাটেন্সি সর্বোচ্চ ২০ শতাংশ।
বিষয়টি উদাহরণ দিয়ে বলেন, ধরা যাক কেউ খুলনা যাবেন। মাওয়া ফেরিঘাট বন্ধ, তাই তিনি পাটুয়ারিয়া ফেরিঘাট অথবা বঙ্গবন্ধু সেতু হয়ে ঘুরে গেলেন। যাওয়া কিন্তু হলো, কোনও বাধা ছাড়াই। এটাই স্বাভাবিক সময়ের তুলনায় সাবমেরিন ক্যাবলের মেরামতকালীন অবস্থা বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দুপুরের পরে এমনিতেই ইন্টারনেটের ব্যবহার কম হয়। এছাড়া আজ ছুটির দিন। চাহিদা আরও কম থাকায়, সমস্যা খুব বেশি হচ্ছে না। আমরা কোনও অভিযোগ এখনও পাইনি। মোবাইল ইন্টারনেটেরও একই অবস্থা বলে জানান তিনি।
এর আগে, বিএসসিসিএল’র (বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান বলেছিলেন, এটা আমাদের অংশের মেরামত কাজ। শেষ হতে বেশি সময় লাগবে না। আশা করছি ৪-৫ ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যদিও আমরা ৮ ঘণ্টা সময় হাতে নিয়ে রেখেছি। সেই হিসেবে রাত ১০টা থেকে সাড়ে ১০টার আগেই মেরামত কাজ শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত, দেশে বর্তমানে পিক টাইমে ২৫০০ থেকে ২৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে সি-মি-উই-৪ থেকে ব্যান্ডউইথ আসে ৫০০ জিবিপিএস-এর কিছু বেশি।
সাননিউজ/এএসএম
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            