জাতীয়

‘চরম হতাশায়’ ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : নানামুখী সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা।

প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার বড় সার্কুলার যাচ্ছে। কিন্তু ফল প্রকাশ না হওয়ায় এই শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন না। এছাড়া, অন্যান্য বর্ষের সেশন জট তো আছেই। সবমিলিয়ে হতাশায় দিন কাটছে তাদের।

শিক্ষার্থীরা বলছেন, ৪ বছর মেয়াদি স্নাতক কোর্স সম্পন্ন করতে সময় লেগেছে অনেক বেশী। এরপর আবার স্নাতক শেষ বর্ষের ফল না পাওয়ায় যোগ হয়েছে বাড়তি বিড়ম্বনা। ইতোমধ্যে দ্রুত সমস্যা সমাধানে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। ভবিষ্যতে আরও বড় কর্মসূচিতে যাওয়ার চিন্তাও করছেন তারা।

জানা গেছে, অধিভুক্ত ৭ কলেজের ২০১৪-১৫ সেশনের একাধিক বিভাগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে করোনার আগেই। লকডাউনের পর এই সেশনের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শেষ হলেও এখন পর্যন্ত প্রকাশিত হয়নি ফল।

ঢাকা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, ‘আমাদের ৪র্থ বর্ষের পরীক্ষা গত জানুয়ারিতে শেষ হয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো ফল পাইনি। যেখানে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা, সেখানে বছর পার হতে চললো ৷ ফল না পাওয়ায় কোথাও চাকরির আবেদন করতে পারছি না। আমরা এই চরম দুর্দশা থেকে মুক্তি চাই৷ যত দ্রুত সম্ভব রেজাল্ট চাই। চরম হতাশার মধ্যে আছি।’

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সায়মা সুলতানা বলেন, ‘৩ মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও বছর পার হতে চললো। তবু ফলের দেখা মিলছে না। আমরা চাই দ্রুত রেজাল্ট প্রকাশিত হোক।’

এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসীন কবির বলেন, ‘আমার কলেজের ব্যবহারিক পরীক্ষা না হওয়ায় ফল আটকে আছে । বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মতি জানালে ২১ ও ২২ অক্টোবর ব্যবহারিক পরীক্ষা নিয়ে ওই দিনই ফল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছি। আশা করি, দ্রুত রেজাল্ট প্রকাশ করা হবে।’

৭ কলেজের সমন্বয়ক ও সরকারি কবি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম বলেন,‘সোহরাওয়ার্দী কলেজ ছাড়া বাকি ৬ কলেজের ফল প্রস্তুত। শিগগির ফল প্রকাশিত হবে।’

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, ‘সব কলেজের ভাইবার ফল এখনো আসেনি। যেগুলো বাকি আছে, আশা করি শিগগিরই এসে যাবে। সব কলেজের ফল পেলে দ্রুত প্রকাশ করা হবে।’

উল্লেখ‌্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা