জাতীয়

প্রশিক্ষণের নামে  সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ভ্রমণ ব্যয় কমাতে প্রশিক্ষণের নামে বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার। মহামারি করোনাভাইরাসের কারনে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সুনির্দিষ্টভাবে ডিপিপিতে উল্লেখ করার নির্দেশনা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটি।

সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে তীব্র সমালোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন থেকে যে কোনও উন্নয়ন প্রকল্পের বাস্তব অভিজ্ঞতা অর্জনে বিদেশে যেতে হলে সেই প্রকল্পের প্রকল্প উন্নয়ন প্রস্তাবের বিষয় (ডিপিপি) সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এমনকি বিদেশ ভ্রমণ সংক্রান্ত সম্ভাব্য খরচ, সম্ভাব্য দেশের নামও ডিপিপিতে উল্লেখ করতে হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১০ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা মহামারীর কারনে সরকারের আয় কমেছে আশঙ্কাজনক হারে। গত অর্থবছরের রাজস্ব ঘাটতি নিয়ে শুরু হয় নতুন অর্থ বছর। এ ঘাটতি প্রায় প্রতি মাসেই বাড়ছে। ফলে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে সরকার। আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক রাখতে চলতি অর্থবছরের শুরুতে করোনা সম্পর্কিত জরুরি ব্যতীত অন্যসব উন্নয়ন প্রকল্পের অর্থছাড় বন্ধ রাখা হয়।

যদিও পরবর্তী সময়ে তা শিথিল করা হয়। তবে ব্যয় সংকোচন নীতি থেকে বেরিয়ে আসেনি সরকার। গত ১৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণ শীর্ষক একটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সেই প্রস্তাবেও বৈদেশিক প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট অঙ্কের ব্যয় পরিকল্পনা করা হয়।

অবশ্য প্রকল্প মূল্যায়ন কমিটি বলেছে, প্রয়োজন না হলে তা বাদ দিতে হবে। এমনকি প্রয়োজন হলেও সেখানে প্রশিক্ষণ ও ভ্রমণ ব্যয় যৌক্তিকভাবে হ্রাস করতে হবে। বৈদেশিক ভ্রমণ ব্যয় কমাতে প্রশিক্ষণের দেশ, বিষয় ও প্রশিক্ষণার্থীদের বিবরণ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকল্প উন্নয়ন পরিকল্পনায় (ডিপিপি) উল্লেখ করার নির্দেশনা দিয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটি।

পুকুর খনন, খিচুড়ি রান্না শেখা, ছাগল পালন, ধান চাষসহ বিভিন্ন রকম হাস্যকর বিষয়ে সরকারি কর্মকর্তাদের যখন তখন বিদেশ সফরের ব্যাপারে গণমাধ্যমে খবর প্রকাশ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের সতর্ক করেন। গত ১১ ডিসেম্বর একনেক সভায় তিনি বৈদেশিক প্রশিক্ষণ ব্যয় কমানোর বিষয়ে নির্দেশনা দেন।

সে সময় বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, সব ধরনের প্রকল্পে বিদেশ ভ্রমণ বা অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন পড়ে না। পরিকল্পনা কমিশন মনে করে, যেসব উন্নয়ন প্রকল্পের কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে যাওয়ার দরকার নেই, সেসব প্রকল্পের ডিপিপি থেকে বিদেশ ভ্রমণ বাদ দিতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্...

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নুসরাত জাহান ঐশী: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে...

হরিপুরে একদিনে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: এসএসসি পরীক্...

ভালুকায় তিন রাস্তার উদ্ধোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ৩টি নবনি...

সজনে পাতার গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক: অলৌকিক গাছ নামে...

ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ব্যাটারিচালিত রিকশা যেন চলতে না পার...

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৫৮ 

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভ...

নির্বাচন ফেলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ...

সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের জন্য কানাডা, কাতার, সৌদি আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা