‘যে কোনো দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাপান’  
জাতীয়

‘যে কোনো দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাপান’  

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন মহাদুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাপান।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের বর্ষপূর্তিতে এক বার্তায় তিনি এ কথা বলেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি জাপানের রাষ্ট্রদূত হিসেবে অক্টোবর ২০১৯ বাংলাদেশে এসে দায়িত্ব পালনের এক বছর অতিবাহিত করেছি।

২০১৯ অর্থবছরে দ্বিপাক্ষিক উন্নয়নের দিক নিয়ে আলোচনা করলে দেখা যায় বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক এবং আলোচনাগুলোতে দু’দেশের অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং মিসেস হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতোর পদ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান একই মাসে জাপান সফর করেছেন। ২০১৯ সালের রাগবি বিশ্বকাপ অনুষ্ঠানে যোগ দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলও জাপান সফর করেছিলেন। ২০২০ সালের আগস্টে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়েছিলো।

রাষ্ট্রদূত বলেন, চলতি বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের মহামারি অর্থনৈতিক গতিশীলতা, এবং সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে ও যৌথ কার্যক্রমে প্রভাব ফেলেছে। কিন্তু এই মহাদুর্যোগের সময়েও মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জাপান বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে।

গত আগস্টে জাপান বাংলাদেশ সরকারকে (কোভিড-১৯) মোকাবেলায় জরুরি বাজেট সহায়তা ঋণ হিসেবে ৩৫ বিলিয়ন ইয়েন (প্রায় ৩৩ কোটি মার্কিন ডলার) দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়াও, জাপান স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসা সরঞ্জাম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে।

কোভিড-১৯ ছাড়াও, ২০২০ সালে লক্ষণীয়, বাংলাদেশের জন্য জাপানের অফিস্যিয়াল উন্নয়ন সহায়তা (ওডিএ)। এ ক্ষেত্রে আগস্টে সর্ববৃহৎ বার্ষিক ওডিএ ঋণ প্যাকেজ ৩৩৮ বিলিয়ন ইয়েন (প্রায় ৩.২ বিলিয়ন মার্কিন ডলার) স্বাক্ষরিত হয়েছিল।

এই বছরের ঋণের প্যাকেজে ঢাকা ম্যাস রর্যাপিড ট্রানজিট (এমআরটি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিতকরণ, যমুনা রেলওয়ে সেতু নির্মাণ, এবং চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়নসহ বৃহৎ উন্নয়নসহযোগী ।

জাপান গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি সকল বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ বাংলাদেশী শিল্প বিকাশে ভবিষ্যতের প্রতীক হয়ে থাকবে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য সমর্থন অব্যাহত থাকবে। কারণ এটি বঙ্গোপসাগর এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার জন্য সরাসরিভাবে সহায়ক।

ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে, আমি উল্লেখ করে আনন্দিত যে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০ এর বেশি জাপানি সংস্থা কাজ করছে এবং গত ১০ বছরে এই সংখ্যা তিনগুণ বেড়েছে। জাপানের সরাসরি বিনিয়োগও গত ৮ বছরে দ্বিগুণ হয়েছে। আমি জাপান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ আরও জোরদার করে ব্যবসায়িক পরিবেশ উন্নতির জন্য কাজ করতে ইচ্ছুক।

২০২০ সালে অনুষ্ঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২০২১ সাল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী। আরও আনন্দের সংবাদ ২০২২ সালে জাপান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী পালন করা হবে।

এই মাইলফলকগুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করে, আমি জাপান এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন জোরদার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

জাপান বাংলাদেশে ভ্রমণ/ বসবাসকারী জাপানি নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রাখছি। আমরা জাপান এবং বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

সান নিউজ/এসেক/বিএস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্পোরেট জগত থেকে ক্রিকেট বোর্ডে- বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে...

সরকার রাজনৈতিক দলগুলো থেকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ চাইল

সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে জানিয়েছে, জুলাই...

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত নারী দল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিত...

নৌকা মাটিতে নামানোরও দরকার নেই, নৌকা নৌকার জায়গায় থাকুক: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ব...

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামে ৬ বছর বয়সী এক শ...

এবার নির্বাচনে দুই আসনে লড়বেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবারও জাতীয় নির্বাচনে অংশ ন...

‘জয় বাংলা’ বলা মাদারীপুর-০১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায়...

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা...

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা