নিজস্ব প্রতিবেদক: রাজধানী কেরানীগঞ্জ কদমতলী মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম আহমেদ (১৮) নামের ১ তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালের এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিহত তরুণ, বাসা চকবাজারের ইসলামবাগ এলাকায়।
নিহত সিয়ামের বন্ধু আবির হোসেন জানান, শুক্রবার সকালে সিয়াম মোটরসাইকেলে দ্রুত গতিতে যাওয়ার সময় কদমতলীর মোড়ে ব্রিজের সাথে ধাক্কা খায়। এর পরে সে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ মর্গে রাখা আছে।
সান নিউজ/এমএইচ