নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান জানান, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করব।
আরও পড়ুন : সাবেক এমপি মুকুল গ্রেফতার
তাকে কোন জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, সে বিষয়টি আমি জানি না। তবে বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এসে দিয়ে গেছেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            