নিজস্ব প্রতিবেদক: বাহরাইনের কাউন্সিল অব রিপ্রেজেনটেটিভের স্পিকার আহমেদ বিন সালমান আল মুসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
আরও পড়ুন: বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার
মানামার বাংলাদেশ মিশন জানান, গত বুধবার (২৯ মে) বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইন কাউন্সিল অব রিপ্রেজেনটেটিভের স্পিকার আহমেদ বিন সালমান আল মুসাল্লামের সাথে বৈঠক করেন। এই বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার সংসদীয় সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            