নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত করতে আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল কলকাতা গেছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন ৩ সদস্যের একটি দল। তদন্ত কমিটির অন্য ২ সদস্যরা হলেন, ঢাকা মেট্রোপলিটন ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।
আরও পড়ুন: আনার হত্যায় ভারতে গ্রেফতার কসাই
রোববার (২৬ মে) সকাল ১০ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে কলকাতার উদ্দেশে রওনা দেন এই প্রতিনিধিদলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছান।
এ সময় বিমানবন্দরে ডিবিপ্রধান জানান, শাহীন হলো এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছেন কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দলটি কলকাতায় সর্ব প্রথমে ঘটনাস্থলে যাবে। এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবেন।
আরও পড়ুন: আদালতে তোলা হচ্ছে অভিযুক্তদের
প্রসঙ্গত, গত রবিবার (১২ মে) চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। এর পরদিন সোমবার (১৩ মে) দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। তবে সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। এর পরে গত বুধবার (২২ মে) কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার খুন হওয়ার বিষয়টি জানান ভারতীয় পুলিশ।
আরও পড়ুন: আনার হত্যায় ৩ আসামি রিমান্ডে
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে, শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেফতার করেন বাংলাদেশ পুলিশ। তারপর শুক্রবার (২৪ মে) আসামীদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            