সংগৃহীত
প্রবাস

কানাডায় কবি আসাদ চৌধুরী স্মরণসভা অনুষ্ঠিত 

প্রবাস ডেস্ক: কবি আসাদ চৌধুরীর মৃত্যু নেই। ক্ষণজন্মা কবি ও আলোকিত আপন একজন মানুষ আসাদ চৌধুরীর মৃত্যু হয় না। সবার ভালোবাসার আকাশে দ্যুতিময় নক্ষত্র হয়ে থাকবেন, আলো বিলিয়ে যাবেন অনাদিকাল, পথ দেখিয়ে যাবেন তিনি। এই কথাগুলোই ঘুরে ফিরে এসেছে সবার কথায়, অভিব্যক্তিতে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশি যুবকের মৃত্যু

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কানাডার টরন্টোর রেডহট তন্দুরিতে আলো দিয়ে যাই-এর ‘আলোক সাহিত্য’র ৩য় পর্ব অনুষ্ঠানে। কবিকে নিয়ে, কবির কবিতা নিয়ে কথামালায়, কবিতা আবৃত্তি, কবিকে নিবেদিত কবিতামালায় কবির প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসায় এক অনন্য মাত্রা পেয়েছে ।

আয়োজনের পুরো সময়জুড়ে ছিল গহীনের ভালোবাসার অকৃত্রিম প্রকাশ, কান্না, গাল বেয়ে পড়া অবারিত অশ্রু, থেকে থেকে কষ্টের দীর্ঘশ্বাস, হৃদয় নিঃসৃত শ্রদ্ধার্ঘ্য, হারানোর বেদনা। এর সবকিছুই জনপ্রিয় কবি আসাদ চৌধুরীকে নিয়ে।

টরন্টোর সাহিত্য ও কবিতা সংশ্লিষ্ট আলোকিত মুখের উপস্থিতিতে কবি কাজী হেলালের উপস্থাপনায় প্রচারণাহীন অনাড়ম্বর এই একান্ত ঘরোয়া আয়োজনের শুরুতে প্রিয় কবি আসাদ চৌধুরী ও সদ্য প্রয়াত প্রিয় মুখ রেখা হাবিবুল্লাহ’র স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সবার পক্ষ থেকে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও প্রদীপ প্রজ্বলন করেন আলোককর্মী ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরিন ইভা।

আরও পড়ুন: ওমানে সড়কে বাংলাদেশি নিহত

আলোক অভিভাবক মির্জা রহমান স্বাগত বক্তব্য দেন। এছাড়াও সামিনা নাসরিন চৌধুরী ও মম কাজী আয়োজনের বিষয়বস্তুর ওপর লিখিত বক্তব্য দেন।

কবির কবিতা, মানবিকতা, আদর্শ, সবাইকে অবলীলায় আপন করে নেওয়াসহ নানা দিক নিয়ে আলোকিত কথামালায় কবির প্রতি শ্রদ্ধা জানান আলোক অভিভাবক হাসান মাহমুদ, লেখক ও সংগঠক আশরাফ আলী ও সাদি আহমদ, সাহিত্যিক জসিম মল্লিক, সাংবাদিক শওগাত আলী সাগর, কবি মেহরাব রহমান, শিশু সংগঠক রওশন আরা, কবি রেজা অনিরুদ্ধ ও কবি হোসনে আরা জেমী।

কবির কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দিলারা নাহার বাবু, সুমন মালিক, ফারহানা আহমেদ, নাজমা কাজী, নুসাইবা, ফ্লোরা নাসরিন ইভা প্রমুখ। এছাড়াও কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন তাসমিনা খান, মুনিরা সুলতানা মিলি, আরিয়ান হক, আশরাফ আলী ও ঋতুশ্রী ঘোষ। এরপর আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন, দিলারা নাহার বাবু, কামরুন নাহার হিরা ও ফাতেমা খান বিধুর কবিকে নিয়ে লেখা বিভিন্ন কবির কবিতা থেকে আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: রোমানিয়ায় আটক ১৯ বাংলাদেশি

অনুষ্ঠানের শেষাংশে আবেগময় অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কবি কন্যা নুসরাত জাহান শাওলি বারবার কান্নায় ভেঙে পড়েন। তার কান্নাভেজা কথামালায় উপস্থিত সকলে অশ্রুসিক্ত হয়ে পড়েন। কবির প্রতি সবার যে অবারিত অকৃত্রিম ভালোবাসার প্রকাশ দেখেছেন, তাতে তারা অভিভূত বলে উল্লেখ করেন ও আলো দিয়ে যাই -এর আয়োজনের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এই আয়োজনে উপস্থিত কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী, সুধীজন সবার প্রতি আলো দিয়ে যাই-এর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয় ও ভবিষ্যতেও সবাই আলো দিয়ে যাই-এর পথচলায় সঙ্গে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

‘কবিতায় কবি আসাদ চৌধুরী’ শিরোনামের এই আয়োজনে অন্যান্য সুধীজনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কবি বাদল ঘোষ, কবি ঋতু মির, কবি রেজা সাত্তার, কবি কাম্রুন্নাহার সুপ্তি, কবি সাইদুল খান, লেখক বিদ্যুৎ সরকার, আলোক সুহৃদ দেওয়ান মোতাহের ও মিথিলা রহমান নীলা, আবৃত্তিশিল্পী শিখা আখতারি আহমেদ, মুনিমা শারমিন, মার্জিয়া মৌ, ইরা নাসরিন, বদরুদ্দোজা সিদ্দিকসহ আরও অনেক আলোকিত মুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা