জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু কৃষকের কথা ভাবতেন
সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দুটি কমিটির অনুমোদন দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৩ ডিসেম্বর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগে সভাপতি হিসেবে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও মোহিত উর রহমান শান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর দীর্ঘ প্রায় ১০ মাস পর সোমবার জেলা ও মহানগর শাখা কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহ যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
জেলা আওয়ামী লীগের কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদে ৩৯ সদস্য, ৩৬ জন সাধারণ সদস্য ও ২৭ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
এদিকে মহানগর আওয়ামী লীগের কমিটিতে ১১ জনকে সহ-সভাপতিসহ ৩৯ জনকে সম্পাদকমণ্ডলী ও ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ৩১ জনকে।
সান নিউজ/এএ