ছবি: সংগৃহীত
রাজনীতি

সিলেটে ৭৭ ইউনিয়নে নৌকার প্রার্থী যারা

সাননিউজ ডেস্ক: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সিলেট বিভাগের চার জেলায় ৭৭ ইউনিয়নে চেয়াম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোননয়ন বোর্ডের সভায় এসকল ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপে সিলেট বিভাগের ৪ জেলায় ৭৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। সিলেট জেলার ৩টি উপজেলায় ১৬টি ইউনিয়নে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে দক্ষিণ সুরমা উপজেলায় ৫টি ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছেন সিলাম ইউনিয়নে শাহ ওলিদুর রহমান, লালাবাজারে মো. তোয়াজিদুল হক, জালালপুর ওয়েস আহমদ, মোগলাবাজারে মো. ছদরুল ইসলাম, ও দাউদপুর ইউনিয়নে আতিকুল হক।

জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়নে জৈন্তাপুর ইউনিয়নে আব্দুর রাজাক, চারিকাটায় সিরাজুল ইসলাম, দরবস্তে মোহাম্মদ কুতুব উদ্দিন, ফতেপুরে মো. রফিক আহমদ ও চিকনাগুল ইউনিয়নে মো. কামরুজ্জামান চৌধুরী।

গোয়াইনঘাট উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে রুস্তমপুর ইউনিয়নে মো. হেলাল উদ্দিন, লেংগুড়াতে মো. মুজিবুর রহমান, ফতেপুর মোহাম্মদ নাজিম উদ্দিন, নন্দির গাঁও এস কামরুল হাসান (আমিরুল), তোয়াকুল মো. লোকমান ও ডৌবাড়ি ইউনিয়নে সুবাস দাস।

সুনামগঞ্জ জেলার ২টি উপজেলায় মোট ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে রঙ্গারচর ইউনিয়নে আব্দুল মজিদ, সুরমায় মো. আব্দুস সাত্তার, জাহাঙ্গীরনগরে মো. মোকছুদ আলী, মোল্লাপাড়ায় মো. মনির উদ্দিন, কাঠইরে মো. বুরহান উদ্দিন, মোহনপুর সীতেশ রঞ্জন দাস তালুকদার, গৌরাং ছালমা আক্তার চৌধুরী, লক্ষণশ্রী মো. মিজানুর রহমান ও কুরবাননগর ইউনিয়নে মো. শামস উদ্দিন।

দক্ষিণ সুনামগঞ্জ বর্তমান (শান্তিগঞ্জ) উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে জয়কলস ইউনিশনে মো. মাসুদ মিয়া, শিমুলবাক মিজানুর রহমান জিতু, পাথারিয়ায় সামছুল ইসলাম রাজা, দরগাহপাশায় মোহাম্মদ মনির উদ্দিন, পূর্বপাগলায় মো. রাসিকুল ইসলাম, পশ্চিম পাগলায় মো. জগলুল হায়দার, পূর্ব বীরগাঁওয়ে রিয়াজুল ইসলাম এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে দেবাংশু শেখর দাস।

মৌলভীবাজার জেলার ২টি উপজেলায় ২৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে বড়লেখা উপজেলায় ১০ টি। এরমধ্যে বর্ণি ইউনিয়নে মো. জোবায়ের হোসেন, দাশেরবাজারে মো. জিয়াউর রহমান, নিজবাহাদুরপুরে মো. ময়নুল হক, দক্ষিণ শাহবাজপুরে নাহিদ আহমদ, বড়লেখা ছালেহ আহমদ, তালিমপুর বিদ্যুৎ কান্ত দাস, দক্ষিণভাগ (উত্তর) এনাম উদ্দিন, সুজানগরে মো. সাহেদুল মজিদ, দক্ষিণভাগ (দক্ষিণ) সুব্রত কুমার দাস ও উত্তর শাহবাজপুর রফিক উদ্দিন আহমদ।

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বরমচাল ইউনিয়নে আবুল হোসেন খসরু, ভুকশিমইলে মো. মইনুল ইসলাম, ভাটেরা জুবায়ের সিদ্দিকী, জয়চন্ডী মো. আব্দুর রব মাহাবুব, ব্রাম্মণবাজারে মো. মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমদ, কুলাউড়ায় মোছাদ্দিক আহমদ নুমান, রাউৎগাঁওয়ে মো. আকবর আলী, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজিপুরে ওয়াদুদ বক্স, শরিফপুরে মোহাম্মদ চিনু মিয়া, পৃথিমপাশায় মো. আব্দুল মন্নাফ ও কর্মধা ইউনিয়নে মো. আতিকুর রহমান।

হবিগঞ্জ জেলার ২ উপজেলায় মোট ২১টি ইউনিয়নে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে, এরমধ্যে সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে লুকড়া ইউনিয়নে আহাম্মদ আলী, রিচি আব্দুর রহিম, তেঘরিয়ায় এম এ মুতালিব, পৈলে মো. সাহেব আলী, রাজিউড়া বদরুল করিম দুলাল, নিজামপুরে মো. আব্দুল আউয়াল তালুকদার ও লস্করপুর ইউনিয়নে মোহাম্মদ মাহবুবুর রহমান হিরো।

জেলার নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বড়ভাকৈর (পশ্চিম) সমর চন্দ্র দাস, বড়ভাকৈর পূর্ব মো. আক্তার মিয়া, ইনাতগঞ্জ মো. আছাবুর রহমান, দিঘলবাক মো. আবু সাইদ, আউশকান্দিতে মো. দিলাওর হোসেন, কুর্শি ইউপিতে আলী আহমেদ, করগাঁওয়ে বজলুর রহমান, নবীগঞ্জ সদর মো. হাবীবুর রহমান, বাউশা মো. আবু সিদ্দিক, দেবপাড়া আব্দুল মোহিত চৌধুরী, গজনাইপুর মো. সাবের আহমেদ চৌধুরী, কালিয়ারভাংগা ফরহাদ আহমেদ ও পানিউনদা ইউনিয়নে মো. ইজাজুর রহমান।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাতক্ষীরায় বইছে প্রচন্ড দমকা হাওয়া

মো. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা: ব্...

ভালুকায় ভয়ংকর কিশোর গ্যাং!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়...

সাবেক ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

মো. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা: ৮...

আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে স...

সৌদি পৌঁছেছেন ৪৬৯৮৮ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে হজ পা...

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালে...

জয়নুল আবেদিন’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি: সারাদেশে ঘূর্ণিঝড়...

ইসরায়েলি সেনার গুলিতে মিসরীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এ মাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা