রাজনীতি

বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি স্বপ্ন দেখে আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে তারা ক্ষমতায় আসবে। এটা তাদের স্বপ্ন না দুঃস্বপ্ন তা ভবিষ্যৎ বলে দেবে। তবে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার মতো সামর্থ্য বিএনপির নেই। কারণ জনগণ আপনাদের পাশে নেই। জনগণ আপনাদের চায় না।

শনিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে। তার পর দিন মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য জনগণ ভোট দেবে বিএনপিকে। বিএনপির নিজের কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব আপনি বলতে পারেননি, আপনারা ভালো কাজ করেছেন অতীতে বা ভবিষ্যতে ভালো কাজ করবেন এ জন্য জনগণ আপনাদের ভোট দেবে। সেটি বলার সক্ষমতা হয়নি আপনাদের। অতীতে আপনাদের কোনো অর্জন ছিল না। ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, সন্ত্রাস করা ছাড়া আপনাদের কোনো অর্জন নেই। সে কারণেই জনগণ আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের সন্ত্রাসের কাছে মির্জা ফখরুলরা অসহায়। আমি বিশ্বাস করি না মির্জা ফখরুলের মতো ব্যক্তি পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার নির্দেশ দিতে পারে। এটা আমার বিশ্বাস হয় না। তারপরও তারা করতে বাধ্য হয়েছেন। কারণ তাদের নেতা তারেক রহমানের নির্দেশ অমান্য করলে বিএনপিতে থাকার তাদের কোনো সুযোগ নেই। যার ফলে জঘন্য রকমের কর্মকাণ্ড তারা করতে পেরেছে। আমরা সে কারণে বলি রাজনীতিতে ভালো মানুষের বড় ঘাটতি দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করে এখনও সরকারি উন্নয়ন অগ্রগতিকে নিয়ে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে দেশের কিছু রাজনৈতিক দল। যারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কোনো কিছু অর্জন করতে পারেনি, দেশের জন্য কোনো অবদান রাখতে পারেনি, আজকে তারাই সরকারের সমালোচনা করছে।

মাহবুব উল আলম হানিফ বলেন, টেলিভিশন খুললে একজন ব্যক্তিকে প্রতিদিন আপনারা পাবেনই, তিনি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি একটা না একটা অজুহাত নিয়ে টিভি পর্দায় আসবেনই। এসে প্রতিদিনই লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। মির্জা ফখরুলের জন্য আমার কষ্ট হয়, দুঃখ হয়। মির্জা ফখরুল একজন শিক্ষিত মানুষ। তার মধ্যে শিক্ষার আলো ছিল। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারা অনেক সময় অপকর্ম করতে পারে। যেমনটি বেগম খালেদা জিয়া। তার মধ্যে শিক্ষার আলো নেই। শিক্ষার আলো নেই বলেই বেগম খালেদা জিয়া জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে নিজের মিথ্যা জন্মদিনের ঘোষণা দিয়ে উল্লাস করে কেক কাটতে পেরেছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা