রাজনীতি

‘১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের দিন’ 

নিজস্ব প্রতিবেদক: ১৫ ফেব্রুয়ারিকে বিএনপির প্রহসনের ভোটারবিহীন নির্বাচনের কালো দিন আখ্যা দিয়েছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে প্রতিবারের ন্যায় সোমবার প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের একটি কালো দিন। বিএনপির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের কালো দিন আগামীকাল (সোমবার)। বিএনপি তাদের একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার অশুভ লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের আয়োজন করে।

জন্মগতভাবেই গণতন্ত্র ও বিএনপি’র অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর স্বৈরশাসনের কবলে নিমজ্জিত হয় বাংলাদেশের জনগণ। নিজের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিএনপি নামক বিষবৃক্ষের জন্ম দেয় স্বৈরাচার জিয়াউর রহমান। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেকে অসাংবিধানিকভাবে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি ঘোষণার মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে এবং হ্যাঁ/না ভোট ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে।

পরবর্তীতে জিয়ার দেখানো পথে দীর্ঘ স্বৈরশাসনে বন্দি থাকে বাংলাদেশের গণতন্ত্র উল্লেখ করে বিপ্লব বড়ুয়া বলেন, সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও বঙ্গবন্ধুর খুনি ফারুকের ফ্রিডম পার্টিকে সাথে নিয়ে নির্বাচন অনুষ্ঠান করে বিএনপি। এমনকী খুনি ফারুককে বিরোধীদলীয় নেতার আসনে বসান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। ১৫০ জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়। দেশবাসী ঘৃণাভরে ওই একতরফা নির্বাচনী তামাশা বর্জন করে। নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা হারায়।

তিন বলেন, বিএনপির প্রতি জনগণের ঘৃণা ও ক্রোধ বিস্ফোরিত হয় এবং বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ। শাসকগোষ্ঠী বিএনপি সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতিষ্ঠিত হয় জনতার মঞ্চ। জনগণের ক্ষোভ ও ঘৃণা গণঅভ্যুত্থানে রূপান্তরিত হয়। গণদাবির কাছে নতি শিকার করতে বাধ্য হয় স্বৈরাচারী শাসকগোষ্ঠী। ৩০ মার্চ বিএনপি সরকারের পতন ঘটে। অবশেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আপোসহীন নেতৃত্বে বিজয় সূচিত হয় জনগণের।

তিনি বলেন, ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত অবাধ নিরপেক্ষ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করে আওয়ামী লীগ। দীর্ঘ ২১ বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়মা লীগ। জনগণ ফিরে পায় তাদের হারানো ভোটের অধিকার। শেখ হাসিনার নেতৃত্বে সকল প্রতিবন্ধকতা জয় করে উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে যায় বাংলাদেশ।

তারপরও বিএনপি’র ষড়যন্ত্রের রাজনীতি কখনও থেমে থাকেনি বলে দাবি করে বিপ্লব বড়ুয়া বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে বিএনপি সব সময় নির্বাচনী ব্যবস্থার চোরাগোপ্তা পথ বেছে নিয়েছে। জনগণের প্রতি আস্থা না রেখে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের রাজনীতিতে লিপ্ত থেকেছে। বিএনপি-জামাত অশুভ জোট নির্বাচনী ব্যবস্থা ও সাংবিধানিক ধারাবাহিকতা বিনষ্ট করতে ২০১৪ সালে সারাদেশে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের কালো দিন উপলক্ষে আগামীকাল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল সাড়ে ১০ টায় ধানমন্ডি রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

এদিকে, দুপুর ২ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক, ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সান নিউজ/এমআর/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপজেলা চেয়ারম্যান প্রার্থী পান্নার গণসংযোগ

রাজীব চৌধুরী, কেশবপুর : আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে...

বোয়ালমারীতে স্বর্ণের কারিগরকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বজ্রপাতের সময় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: চলমান তাপপ্রবাহ...

নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসর...

ভালুকায় পানি ও স্যালাইন বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড...

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রকাশ...

ফরিদপুরে স্টপেজের দাবিতে মানববন্ধন 

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে রেল...

পাবনায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

পাবনা প্রতিনিধি: ‘জলবায়ু স...

অস্ট্রেলিয়া গেলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফরে অস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা