রাজনীতি
চসিক নির্বাচন

শাহাদাত হোসেন নির্বাচনী ব্যয় মেটাচ্ছেন কীভাবে?

মাহমুদুল আলম : রাত পোহালেই ভোট। আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভোটারদের চূড়ান্ত উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের এমন স্বত:স্ফূর্ততায় প্রার্থীদের নির্বাচনী ব্যয়ও হচ্ছে বেশ।

এর পরিপ্রেক্ষিতে নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনের নির্বাচনী ব্যয় নিয়ে এই প্রতিবেদন প্রস্তুত করা হলো। স্থানীয় নির্বাচন দফতরে জমা দেয়া এ সংক্রান্ত নথি থেকে প্রস্তুত করা হয়েছে প্রতিবেদনটি।

স্থানীয় নির্বাচন দফতরে ‘নির্বাচনের নিমিত্তে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের সম্ভাব্য খাতসমূহের বিবরণীতে প্রার্থী শাহাদাত হোসেন নিজের চিকিৎসা পেশা ও ব্যবসা থেকে ২০ লাখ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন।

দুই বোন ঘর ভাড়া বাবদ আয় থেকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা ধার দেবেন বলে উল্লেখ করেছেন নথিতে। নির্বাচনে সম্ভাব্য ব্যয়ের খাতসমূহে তিনি উল্লেখ করেছেন, সম্ভাব্য ৪১ হাজার পোস্টার বাবদ খরচ হবে ১ লাখ ২ হাজার ৫০০ টাকা।

সম্ভাব্য ৪১টি নির্বাচনী ক্যাম্প/অফিস বাবদ সম্ভাব্য মোট খরচ ৪১ হাজার টাকা। সেখানে কর্মীদের জন্য সম্ভাব্য মোট খরচ ৫ হাজার টাকা। ২ মিলে মোট খরচ ৪৬ হাজার টাকা। কেন্দ্রীয় ক্যাম্প/অফিস বাবদ খরচ দেখানো হয়েছে ২০ হাজার টাকা। সেখানে কর্মীদের জন্য সম্ভাব্য খরচ ৩০ হাজার টাকা। কেন্দ্রীয় ক্যাম্প/অফিসের জন্য সম্ভাব্য সর্বমোট খরচ ৫০ হাজার টাকা।

প্রার্থীর যাতায়াত খরচে উল্লেখ করা হয়েছে, প্রার্থীর নিজের বা নির্বাচনী এজেন্টের সম্ভাব্য মোট খরচ ২৫ হাজার টাকা। আর কর্মীদের সম্ভাব্য মোট খরচ ৫০ হাজার টাকা। সম্ভাব্য মোট খরচ ৭৫ হাজার টাকা। প্রার্থীর ঘরোয়া বৈঠক/সভা খরচে উল্লেখ করা হয়েছে ভ্যেনুর সম্ভাব্য ভাড়া পাঁচ হাজার টাকা।

সভা আয়োজনের জন্য জনবল/শ্রমিকের সম্ভাব্য মোট পারিশ্রমিক ১০ হাজার টাকা। আসবাবপত্রের সম্ভাব্য মোট ভাড়া পাঁচ হাজার টাকা। মোট ২০ হাজার টাকা।

লিফলেট খরচে উল্লেখ করা হয়েছে সম্ভাব্য ৫০ হাজার লিফলেট বাবদ খরচ ২৫ হাজার টাকা। আর সম্ভাব্য ৫০ হাজার হ্যান্ডবিল বাবদ খরচ ধরা হয়েছে ২০ হাজার টাকা। সম্ভাব্য ৪৫টি ব্যানার বাবদ খরচ ধরা হয়েছে ৯ হাজার টাকা। সেগুলো টাঙ্গানো বাবদ সম্ভাব্য খরচ সাড়ে চার হাজার টাকা। মোট সাড়ে ১৩ হাজার টাকা।

সম্ভাব্য ৪২টি ডিজিটাল ব্যানার তৈরি বাবদ খরচ ধরা হয়েছে ১২ হাজার ৩০০ টাকা এবং সেগুলো টাঙ্গানো বাবদ খরচ ধরা হয়েছে চার হাজার ১০০ টাকা। মোট ১৬ হাজার ৪০০ টাকা। সম্ভাব্য ১৫টি পথসভা বাবদ সম্ভাব্য খরচ উল্লেখ করা হয়েছে ১৫ হাজার টাকা।

মাইকিংয়ে ব্যবহৃত যানবাহনের সম্ভাব্য ভাড়া ধরা হয়েছে ১০ হাজার টাকা। মাইকিংয়ের কাজে নিয়োজিত ব্যক্তির সম্ভাব্য পারিশ্রমিক দুই হাজার টাকা। মাইকিংয়ে ভাড়া বাবদ সম্ভাব্য খরচ তিন হাজার টাকা। মোট ১৫ হাজার টাকা।

সম্ভাব্য ১৫টি পোর্ট্রেট তৈরি বাবদ খরচ দেখানো হয়েছে সাড়ে ৪ হাজার টাকা। সম্ভাব্য ৪১টি প্রতীক তৈরি বাবদ খরচ ধরা হয়েছে ৮ হাজার ২০০ টাকা। প্রার্থীর সম্ভাব্য ১৫টি অফিসে আপ্যায়ন বাবদ মোট খরচ দেখানো হয়েছে সাড়ে ৭ হাজার টাকা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীর সম্ভাব্য সংখ্যা ৫০০। কর্মীদের আপ্যায়ন খরচ বাবদ সম্ভাব্য সর্বমোট খরচ দেখানো হয়েছে ২৫ হাজার টাকা। গত ২৭ ফেব্রুয়ারি এই নথিতে স্বাক্ষর করেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে...

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ...

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে...

মুন্সীগঞ্জে অস্ত্র তৈরির কারখানায় যৌথ অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শীলমন্দি এলাকায় সুমল লাল নামের এক ব্যক্তির গুদামঘরে...

লকডাউন ঘিরে সতর্ক সরকার, সড়কের পাশে জ্বালানি বিক্রি সাময়িক বন্ধ

আসন্ন লকডাউন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ...

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২)...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইবি শিক্ষার্থীদের প্রত্যাশা

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভোটাধিকার—নিজেদের প্রতিনিধি নির্...

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপপরিচালক মাদারীপুরে উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপপরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে নিখোঁজ হওয়ার দুই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা