ছবি: সংগৃহীত
রাজনীতি
পরিবার–দল–সরকার সবাই চিন্তিত

সংকট গভীর হচ্ছে: খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনও উন্নতি নেই

সান নিউজ অনলাইন 

বিএনপি সারা দেশের মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর দোয়া প্রার্থনা করেন। তিনি এক বিবৃতিতে জানান, খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না, প্রয়োজনে সব ধরনের সহায়তায় সরকার প্রস্তুত। তাঁর এ সহায়তার আশ্বাসের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খালেদা জিয়ার অসুস্থতার খবরে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষও উদ্বিগ্ন হয়ে হাসপাতালের সামনে জড়ো হন। শুক্রবার রাত ১১টার পর থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় বাড়তে থাকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং মির্জা আব্বাস গভীর রাত পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন। রাত ১২টার পর সাংবাদিকদের সামনে আব্দুল মঈন খান বলেন, “মেডিক্যাল বোর্ড বসে ম্যাডামের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে। প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা তারা নিচ্ছেন।”

মির্জা আব্বাস জানান, তাঁরা দূর থেকে সালাম দিলে খালেদা জিয়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন। এর আগেও এমন কঠিন অবস্থা হয়েছিল, এবারও ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন।”

গতকাল বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি। ইনফেকশনের ঝুঁকির কারণে কেউ সিসিইউতে সরাসরি প্রবেশ করতে পারছেন না।

শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তাঁর বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে এসে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন। একই সময়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আব্দুল মঈন খানও হাসপাতালে উপস্থিত হন। কিছুক্ষণ পর আসিফ নজরুল সাংবাদিকদের না দেখেই হাসপাতাল ত্যাগ করেন। রাত গভীর পর্যন্ত আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন জামায়াতের ঢাকা-১৭ আসনের প্রার্থী এস এম খালিদুজ্জামান, বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী এবং জুলাই শহীদ মীর মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ হাসপাতাল পরিদর্শনে যান।

এদিকে দুপুরে নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে দলটির উদ্বেগ স্পষ্ট হয়। তিনি বলেন, “গত দুই দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বারবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেন।”

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বহু রোগে ভুগছেন খালেদা জিয়া। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা যায়, তাঁর হার্ট ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এর আগেও বিভিন্ন সময় তিনি একই হাসপাতালে ভর্তি ছিলেন।

তাঁর শারীরিক অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বও। দলটির আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”

গত ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যা ও ফুসফুসজনিত নানা সমস্যায় ভুগছেন। এর আগে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নতি হলে দেশে ফেরেন তিনি।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মানবিক বিবৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, “দেশনেত্রীর চিকিৎসায় যে সহযোগিতা ও সদয় মনোভাব প্রকাশ করা হয়েছে, তা গভীরভাবে উপলব্ধি করছি।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাসপাতাল রোড ও শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নে জাতীয় ভোক্...

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইওয়েফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিন...

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বাংলা...

ফের সড়ক অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা, ভোগান্তিতে নগরবাসী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শ...

নোয়াখালীতে ব্যবসায়ীর জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর ওয়ারিশ সম্পত্তি দখল করে বিএনপির ওয়ার্ড কার...

চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে...

৩ দিন পর গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

অবরোধ কর্মসূচি পালনের প্রায় ৫ ঘণ্টা পর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত...

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইওয়েফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিন...

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে...

ডাসারে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা