কোনো দলের চাহিদা মতো একটা প্রতীক বরাদ্দ দিতে না পারলে এ কমিশনের ওপর থেকে জনগণ সম্পূর্ণ আস্থা হারাবে। আইনগত যেহেতু কোনো বাধা নেই তাই শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে এবং এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। অন্য কোনো অপশন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, নির্বাচন কমিশনের আইনগত কোনো বাধা না থাকলে দেশের যেকোনো দলের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া উচিত। কোনো প্রতীক আগে থেকে তালিকায় না থাকলে তা যুক্ত করতে হবে। মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না। এনসিপির চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশনকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে।
তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভৌমত্বের অংশ। দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দু পরিমাণ আপস করার সুযোগ নেই। দেশের ভেতর বসে হোক আর বাহিরের দেশে বসে হোক আমাদের পাহাড়ি এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সেনাবাহিনী ও সরকার এ দেশের সবার সহযোগিতা পাবে।
সাননিউজ/আরআরপি