বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলামকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকরা।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এমন ঘটনা ঘটে।
রেজ্জাকুল ইসলাম রাজুর নামে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ১২টি মামলা রয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। রাজুর বাড়ি শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ওই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চক ভোলাখাঁ গ্রামে সাদা পোশাকে পুলিশের অভিযানের সময় এ ঘটনা ঘটে।
এরপর শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
সাননিউজ/আরআরপি