আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে দাবি করেছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস মনোনীত ২৬৫ সংসদ সদস্য প্রার্থী নিয়ে মতবিনিময় করে ৷ বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এসময় দলীয় প্রার্থীদের নির্বাচন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়৷
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের নেতারা।
দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খেলাফত মজলিসের মহাসচিব ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবিহারে ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মী আটকের নিন্দা জানান। আটক মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তিরও দাবি করেন তিনি।
সাননিউজ/আরআরপি