নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সংসদীয় দলের ২য় সভা আগামী বৃহস্পতিবার (২ মে) অনুষ্ঠিত হবে। ঐ দিন সন্ধ্যা ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট রাজনৈতিক দল
সোমবার (২৯ এপ্রিল) সংসদীয় দলের এই সভার আহ্বানের বিষয়টি জানায় সংসদ সচিবালয়।
সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ’লীগের সংসদীয় দলের নেতারা।
দলীয় এমপিদের যথাসময়ে এ সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আ’লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সান নিউজ/এমএইচ/এএন