ঐতিহ্য ও কৃষ্টি

বাহাদুরশাহ পার্কে পালাগান

সাংস্কৃতিক প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উদীচী শিল্পীগোষ্ঠীর মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এবার ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত হলো পালাগানের আসর।

আসরে পালাগান পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী জালাল সরকার ও সোনিয়া সরকার এবং তাদের দল। যে গানের মধ্য দিয়ে শিল্পীরা তুলে ধরেন এই সময়ের সমাজে বিদ্যমান বৈষম্য এবং ধর্মীয় ভেদাভেদের বিষয়টি। পালাগানের পাশাপাশি এ অনুষ্ঠানে বাউলগান পরিবেশন করেন শিল্পী অবিনাশ বাউল।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় দেশের ঐতিহ্যবাহী লোকজধারার বিভিন্ন পরিবেশনার মাধ্যমে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও অর্জনসমূহ বাস্তবায়নে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যের এ আয়োজন। উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতেই ছিল সংক্ষিপ্ত আলোচনা ও শিল্পীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান। শুরুতেই শিল্পীদের উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ও কোষাধ্যক্ষ পারভেজ মাহমুদ।

পরে অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। তিনি বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। কিন্তু শাসকগোষ্ঠীর হীনস্বার্থে স্বাধীনতার ফল দেশবাসী ভোগ করতে পারছে না। ক্ষমতার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র, সমাজতন্ত্রের বদলে বাজার অর্থনীতি এবং ধর্মনিরপেক্ষ চেতনার বদলে সাম্প্রদায়িকতা আজ সমাজ এবং রাষ্ট্রের নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার বদল করতে হলে একটি গণ-জাগরণ প্রয়োজন। এই বোধ থেকেই উদীচী জাগরণের মাস ঘোষণা করে সারাদেশে লোকজ সংস্কৃতির মাধ্যমে গণজাগরণ গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রসঙ্গত, ১৩ মার্চ রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সংগঠনটির আয়োজনে শুরু হয় এই উৎসব। নাচ, গান,আবৃত্তিসহ বর্ণাঢ্য আয়োজনের অনুষ্ঠানের প্রথম দিনে মুক্তির চেতনাকে মূর্ত করে তোলে শিল্পীরা। পালাগান, বাউল গান, গম্ভীরা, যাত্রা, নাটক, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি দিয়ে সাজানো এই অনুষ্ঠানমালা। যা পর্যায়ক্রমে ঢাকাসহ দেশে বিদেশে উদীচীর প্রায় সাড়ে তিন শতাধিক শাখার আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়...

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের 'আক্রমণ ও আগ্রাসনের' নিন্দা জা...

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্...

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা