লাইফস্টাইল

অসুখী দাম্পত্যে বাড়ে পুরুষের মৃত্যুঝুঁকি

সান নিউজ ডেস্ক : অসুখী দাম্পত্য জীবনের ফলে পুরুষদের জীবনে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, এমনকি বাড়ে মৃত্যু ঝুকিও। অসুখী থাকার কারণে পুরুষের মধ্যে স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা নিবন্ধে সম্প্রতি এমনটি বলা হয় বলে মেডিক্যাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

১০ হাজার ইসরায়েলি পুরুষের মৃত্যু নিয়ে ৩০ বছরের বেশি সময় ধরে গবেষণাটি চালানো হয়।

গবেষণা দলে ছিলেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের স্যাকলার ফ্যাকাল্টি অফ মেডিসিনের স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা।

তারা হলেন ডিপার্টমেন্ট অফ এপিডিমিওলজি অ্যান্ড প্রিজারভেটিভ মেডিসিনের অধ্যাপক উরি গোল্ডবোর্ট ও ড. ইফতাহ গ্যাপনার এবং ডিপার্টমেন্ট অফ হেলথ প্রমোশনের প্রধান ড. শাহার লেভ-আরি।

গবেষণা নিবন্ধটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ক্লিনিক্যাল মেডিসিনে প্রকাশ করা হয়।

গবেষণার অংশ হিসেবে ষাটের দশকে শুরু করা এক ডেটাবেজের স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস করা হয়।

ইসরায়েলের ১০ হাজার সরকারি পুরুষ কর্মকর্তার ৩২ বছরের স্বাস্থ্য ও আচার-আচরণসংক্রান্ত তথ্য ওই ডেটাবেজে ছিল। স্ট্রোক ও অকালমৃত্যুর দিকে গবেষণায় বিশেষ নজর দেয়া হয়।

গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের বেশির ভাগের বয়স চল্লিশের কোঠায় ছিল। তাদের মধ্যে ৬৪ শতাংশ অংশগ্রহণকারীর মৃত্যু বিভিন্ন রোগে হয়।

গবেষকদের ভাষ্য, ৩২ বছরের দীর্ঘ গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের তাদের বিবাহিত জীবনে সন্তোষের মাত্রা ১ (খুবই সফল বিয়ে) থেকে ৪ (অসফল বিয়ে) মাত্রার মধ্যে ফেলতে বলা হয়।

বিশ্লেষণে দেখা যায়, যারা ৪ মাত্রায় টিক দিয়েছিলেন, তাদের মধ্যে ৬৯ শতাংশ স্ট্রোকে মারা যান।

কার্ডিওভাসকুলার রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত বিএমআই এবং আর্থসামাজিক পরিস্থিতির কারণে মৃত্যুঝুঁকি নিয়েও স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস করেন গবেষকরা।

ড. লেভ-আরি বলেন, ‘আমাদের গবেষণায় দেখা যায়, বিবাহিত ও পারিবারিক জীবনের মান আয়ুষ্কালের ওপর প্রভাব ফেলে।

‘যেসব পুরুষ তাদের বিয়ে ব্যর্থ বলেছেন, কম বয়সে মৃত্যু হয়েছে তাদের। অন্যদিকে সুখী বিবাহিত পুরুষ তুলনামূলকভাবে বেশি বাঁচেন।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা