লাইফস্টাইল

পুরুষদের তুলনায় নারীদের ফ্লু কম হয়

সান নিউজ ডেস্ক : অনেক গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী নারীদের তুলনায় পুরুষরাই আরো জোরালো মাত্রায় করোনা ভাইরাসের শিকার হচ্ছে। রোগ প্রতিরোধ ও ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সত্যি কিছু পার্থক্য রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন।

জনসংখ্যার প্রায় অর্ধেক, অর্থাৎ পুরুষরাই হুমকির মুখে থাকে। শীতকালে নারীরা সর্দিকাশিতে ভুগলেও ফ্লু মূলত পুরুষদেরই কাবু করে। এ ক্ষেত্রে পুরুষরা নারীদের মতো কেন শক্তসমর্থ নয়?

প্রফেসর গ্যুন্টার ভাইসের মতো রোগ প্রতিরোধ বিশেষজ্ঞরা জানতে পেরেছেন যে, সংক্রমণের ক্ষেত্রে লিঙ্গ অনুযায়ী একটা পার্থক্য দেখা যায়। প্রো. ভাইস বলেন, ‘‘এর পেছনের কারণ সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। পুরুষ ও নারীর ইমিউন সিস্টেমের মধ্যে সামান্য কিছু তফাত রয়েছে বলে মনে হয়। পুরুষের ইমিউন সিস্টেম নারীদের তুলনায় কিছুটা দুর্বল এবং সংক্রমণ মোকাবিলার ক্ষেত্রে কম কার্যকর।’’

হরমোনও এই পার্থক্যের কারণ বটে। নারীদের শরীরে অনেক এস্ট্রোজেন থাকে। ফলে প্রতিরোধক কোষ দ্রুত প্রতিক্রিয়া দেখায়। সে কারণে পুরুষের তুলনায় কোনো নারীর শরীরে আরও দ্রুত ও আক্রমণাত্মকভাবে ভাইরাসের মোকাবিলা করা হয়। পুরুষদের শরীরে অনেক টেস্টোস্টেরন হরমোন থাকে। পুরুষ স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ফ্রাংক সমার বলেন, ‘‘নারীদের তুলনায় পুরুষের রক্তে অনেক বেশি টেস্টোস্টেরন থাকে। গবেষণায় দেখা গেছে, যে ইমিউন সিস্টেমের উপর টেস্টোস্টেরনের প্রভাব রয়েছে। কিছু গবেষণা অনুযায়ী এই হরমোনের কারণেই পুরুষদের আরও ঘনঘন ফ্লু হয়।’’

এর ফলে ধারণা হতে পারে, যে টেস্টোস্টেরনের উচ্চ মাত্রাসম্পন্ন পুরুষদেরই ফ্লু হবার আশঙ্কা বেশি। বাস্তবে কিন্তু এর বিপরীতটাই দেখা যায়। প্রফেসর সমার বলেন, ‘‘যে পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বেশি, সে বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে সেই হরমোনকে এস্ট্রাডিয়লে পরিণত করে, যা নারীর হরমোন হিসেবেই পরিচিত। ফলে ইমিউন সিস্টেমের উপর তার ইচিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ উচ্চ মাত্রার টেস্টোস্টেরন থাকলে সংক্রমণ থেকে ভালো সুরক্ষা পাওয়া যায়। নিম্ন মাত্রার টেস্টোস্টেরন-সম্পন্ন মানুষের তুলনায় তার রোগব্যাধী কম হয়।’’

জিনের কারণেও পুরুষের আরেকটি অসুবিধা রয়েছে। কারণ ক্রোমোজোমের পার্থক্যও ইমিইউন সিস্টেমের উপর প্রভাব ফেলে। প্রফেসর ফ্রাংক সমার বলেন, ‘‘সেই অংশে অনেক অ্যান্টি-অক্সিডেটিভ এবং রোগ প্রতিরোধ প্রক্রিয়া কোডের মাধ্যমে স্থির করা রয়েছে। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের মধ্যে তার অভাব রয়েছে৷ ফলে সে কারণেও আমদের সংক্রমণের আশঙ্কা বেশি।’’

মোটকথা হরমোন ও জিনের কারণে পুরুষরা আরও দ্রুত রোগে আক্রান্ত হয়। কিন্তু রোগের ধাক্কাও কি নারীদের তুলনায় বেশি হয়? বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বাস্তবে এর বিপরীতটাই ঘটে। নারীরা সম্ভবত আরও গুরুতরভাবে রোগে আক্রান্ত হয়। ইয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রো. অলিভার ভ্যারৎস বলেন, ‘‘পুরুষ ও নারীদের ব্যথার অনুভূতি সংক্রান্ত অসংখ্যা গবেষণা রয়েছে। দেখা গেছে, নারীরা আরও বেশি ব্যথাবেদনা অনুভব করে।’’

তাছাড়া নারীদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জোরালো ক্ষমতা আখেরে শরীরের উপর বিশাল ধকল সৃষ্টি করে। সেই ক্ষমতা স্বল্পমেয়াদী ভিত্তিতে এমনকি রোগের উপসর্গ আরও বাড়িয়ে তুলতে পারে।

পুরুষরা নারীদের তুলনায় আরও মনোনিবেশ করায় তাদের ব্যথাবেদনার অনুভূতি আরও পুঞ্জিভূত হয়। সর্দিকাশি হলে গলা খুশখুশের প্রতিটি ঘটনার দিকে তাদের পূর্ণ মনোযোগ চলে যায়।

পুরুষদের ঘনঘন সংক্রমণের আরো একটি কারণ রয়েছে। নারীদের তুলনায় পুরুষরা অনেক কম হাত ধোয়। অথচ নারীপুরুষ নির্বিশেষে হাত ধোয়ার অভ্যাস ভাইরাস মোকাবিলার সেরা উপায়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা