পুরনো ছবি
আন্তর্জাতিক

কিয়েভে ফের বিমান হামলা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রায় দেড় মাসের বেশি সময় পর আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: কাশ্মিরে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

শনিবার (১১ নভেম্বর) ভোরে এ হামলা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

কর্মকর্তারা জানান, গত ৫২ দিনের মধ্যে প্রথমবারের মতো রুশ বিমান হামলার শিকার হয়েছে কিয়েভ। এ সময় শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানান, শনিবার এ হামলার সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এসব ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন: বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যু

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ হামলার সময় বাসিন্দাদের বিমান হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলার পর প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে খেরসনের মুক্তির প্রথমবার্ষিকী পালন করার সময় এ হামলা ঘটে।

শহরের বাসিন্দাদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বিশ্বকে তাদের প্রতিরোধের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেন।

অপরদিকে কিয়েভ থেকে প্রায় ২৭৫ মাইল দূরে উপকূলীয় জেলা ওডেসাতে কমপক্ষে ২ টি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। অঞ্চলটির প্রশাসনের প্রধান ওলেগ কিপার বলেন, হামলায় ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯৬ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।

আরও পড়ুন: আইসল্যান্ডে ২ দিনে ২২০০ ভূমিকম্প

এর আগে বুধবার (৮ নভেম্বর) কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ সময় অন্তত একজন নিহত হন। হামলার শিকার জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। সেটি কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রতিরক্ষা বাহিনীর জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে অ্যান্টি-রাডার মিসাইল দিয়ে হামলা করা হয়। এ হামলায় জাহাজটির ৪৩ বছর বয়সী হারবার পাইলট মারা যান। এছাড়া ৩ ফিলিপিনো ক্রু ও একজন বন্দর কর্মী আহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন...

তীব্র শীতে বিপর্যস্ত সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি। হাড়কাঁপানো ত...

কেকেআর স্কোয়াড থেকে বাদ পড়লেন মোস্তাফিজ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের পেসার...

মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ , স্ত্রীর সম্পদ ৩৬ লাখ

প্রয়াত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর...

স্বাক্ষরকারীরা ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে...

ঝালকাঠির দুটি আসনে ২৫ জনের মধ্যে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠ...

বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন...

নোয়াখালীতে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫

নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বা...

তীব্র শীতে বিপর্যস্ত সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি। হাড়কাঁপানো ত...

গুণগতমান বজায় রেখে সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত সমাপ্তির নির্দেশ

গুণগতমান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ সমাপ্ত করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা