ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভিয়েতনামে ভবনে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হানোইয়ে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বুধবার (১৩ সেপ্টেম্বর) মধ্য রাতে ভবনটির ৯ তলায় এ দুর্ঘটনা ঘটে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ২ টার মধ্যে ফায়ার সার্ভিস এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এ ঘটনায় ১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: মালিতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, নিহত ৫৬

বার্তা সংস্থাটি আরও বলছে, ভবনটিতে ১৫০ জন বাসিন্দা ছিলেন। এর মধ্যে ৭০ জনকে উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃতদের মধ্যে ৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়। তবে সরকারিভাবে এখনো হতাহতের খবর জানানো হয়নি বলেও জানিয়েছে ভিএনএ।

এদিকে ভবনটিতে আগুন লাগার পর বাসিন্দারা বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। এ সময় তাৎক্ষণিকভাবে যারা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, তারা চেয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।

আরও পড়ুন: রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

কারণ ভবনটিতে প্রবেশের জন্য মাত্র একটি দরজাই ছিল। এছাড়া জানালাগুলো লোহার গ্রিল দিয়ে আটকানো ছিল। ভবনটিতে কোনো জরুরি বহির্গমন দরজাও ছিল না।

যে ভবনে আগুন লেগেছে, সেখানকার এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাহায্য চাওয়া মানুষের চিৎকার শুনতে পাই। কিন্তু আমরা খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতোটাই বদ্ধ ছিল যে, বের হওয়ার কোনো রাস্তা ছিল না, হতাহতদের বের হয়ে আসার সুযোগ ছিল না।

তিনি জানান, আমি ঘুমাতে যাচ্ছিলাম, তখন পোড়া গন্ধ পাই। বাইরে বের হয়ে আগুন দেখতে পাই।

আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

ঐ নারী আরও বলেন, সব জায়গায় ধোঁয়া ছিল। উঁচু একটি তলা থেকে একটি শিশুকে নিচে ছুড়ে দেওয়া হয়। আমি জানি না শিশুটি বেঁচে আছে কি না। যদিও অনেকে ম্যাট্রেস দিয়ে তাকে ধরার চেষ্টা করেন।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, ফায়ার ফাইটাররা সিঁড়ি এবং হোস পাইপ নিয়ে এসেছেন। এ সময় ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।

এর আগে গত বছর ভিয়েতনামের বাণিজ্যিক শহর হো চিন মিনহে একটি ৩ তলা ভবনে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। সুত্র: আল জাজিরা, এএফপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জে...

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ফাইন্যান...

শেখ জামালের জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্...

হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিট স্ট্রোকে যু...

বায়ুদূষণে আজ ঢাকা সপ্তম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা