আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের মিসাইল হামলায় ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৪ জন।
আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৩০
সোমবার (৭ আগস্ট) গভীর রাতে চালানো এ হামলায় দামেস্কে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪ সেনা নিহত, আরও ৪ জন আহত হয়েছেন।
এ হামলায় কিছু বস্তুগত ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
সিরিয়ার সামরিক ঐ সূত্র জানিয়েছে, সোমবার রাত ২ টা ২০ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশপথে আগ্রাসন চালায় ইসরায়েল। এ হামলায় দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দেয়। এছাড়া কয়েকটি গুলি করে ভূপাতিত করে বলেও সামরিক ঐ সূত্রটি দাবি করেছে।
যদিও কোনও নির্দিষ্ট ব্যক্তি বা অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, নিহত ৬
প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
দেশটির সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
তবে ইসরায়েল খুব কমই সিরিয়ায় এ ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করে থাকে।
আরও পড়ুন: ভারত সফরে গেলেন আ’লীগের ৫ নেতা
এদিকে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় তার সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত এ দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত বেশিরভাগ অঞ্চলেই তেহরানের উপস্থিতি রয়েছে।
পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি, এমনকি ইরানের নেতৃত্বে হাজার হাজার মিলিশিয়া এবং স্থানীয় আধা-সামরিক গোষ্ঠীর সদস্যরা সিরিয়ায় অবস্থান করছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি, সিরিয়ার গৃহযুদ্ধে ইরানি বাহিনী তার পক্ষে কাজ করছে।
আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০
আসাদ সরকার বলেছে, সিরিয়ায় শুধুমাত্র তেহরানের সামরিক উপদেষ্টা রয়েছে।
এক যুগেরও বেশি সময় আগে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করে ইরান। এরপর থেকেই দামেস্কে ইরানের প্রভাব বেড়েছে।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            