ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কে বাস সংঘর্ষে আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাসের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বৃহস্পতিবার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে শহরের ডাউনটাউন ম্যানহাটনে ছাদখোলা বাসের সাথে আরেকটি বাসের সংঘর্ষে আহতের ঐ ঘটনা ঘটে বলে শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার পর এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় উভয় বাসই যাত্রীতে পূর্ণ ছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গ্যাস দুর্ঘটনায় ১৬ মৃত্যু

এক সংবাদ সম্মেলনে ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, সংঘর্ষের কারণ এখনো নির্ধারণ করা যায়নি। দুর্ঘটনার পর যাত্রীদেরকে উদ্ধার করতে দড়ি ও মই ব্যবহার করা হয়।

এছাড়া সম্ভাব্য আঘাতের খোঁজে আরও ৬৩ জনের অবস্থা মূল্যায়ন করছেন তারা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১০

দমকল বিভাগের কর্মকর্তারা বলছেন, আহতদের কারো আঘাত প্রাণঘাতী বলে মনে হচ্ছে না। বেশিরভাগ যাত্রীই কাটা, ক্ষত, স্ক্র্যাপ, ফ্র্যাকচার এবং মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী ইশরাক জাহান বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের কাছে দুর্ঘটনার বর্ণনায় বলছেন, আমি আমার পাশের নারীর চিৎকার শুনতে পাই। তাই আমি সামনে তাকাই এবং বাসটিকে আমাদের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখি।

আরও পড়ুন : ৬ মাসে ৩৪০ বন্দুক হামলা

তিনি আরও জানান, আমি এক সেকেন্ডের জন্য সব জায়গায় গ্লাস দেখেছি। মনে হচ্ছিল, সত্যি সত্যি আমি যেন কোনো সিনেমা দেখছি। আমি রক্ত ​​দেখেছি। পরে আমি দ্রুত ৯১১ নম্বরে কল করি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর ঐ ২ টি বাস দুর্ঘটনাস্থলেই রয়ে গেছে।

আরও পড়ুন : মেক্সিকোতে নারীসহ ৬ জনকে হত্যা

এফডিএনওয়াই ডেপুটি চিফ কেভিন মারফি উদ্ধার তৎপরতার প্রশংসা করে বলে-ছেন, যখনই ২ টি বাস দুর্ঘটনার শিকার হয়, তখন সেখানে উল্লেখযোগ্য সংখ্যক রোগী থাকে যাদের সম্ভবত জরুরি ভিত্তিতে চিকিৎসার দরকার পড়ে।

তার কথায়, এখানে সেই পরিমাণ লোক দেখে আমি মনে করি, উদ্ধারকারী ইউনিটগুলো দ্রুত বাস থেকে নামিয়ে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো কাজ করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা