ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ও রামাল্লাহ শহরে ইসরায়েলের পৃথক হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : মালদ্বীপে ৬৫ বাংলাদেশি আটক

সোমবার (৩ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন : সরকারি ব্যয়ে জমি কেনা বন্ধ

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা বলছে, সোমবার এ হামলার সময় বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে কমপক্ষে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাসিন্দারা আরও জানান, সোমবার ভোরে জেনিনে ইসরায়েলি বিমান থেকে ছোড়া কমপক্ষে ১০ টি ক্ষেপণাস্ত্র ও বোমা সেখানকার ভবনগুলোতে আঘাত হানে।

আরও পড়ুন : সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

পরে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে এবং ইসরায়েলি সাঁজোয়া যানের বহর বিশাল ঐ শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হতে দেখেন তারা।

জেনিনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আকাশ থেকে বোমাবর্ষণ এবং একই সাথে স্থল পথেও আক্রমণ হচ্ছে। বেশ কিছু বাড়ি এবং স্থাপনায় বোমা হামলা করা হয়েছে। চারদিক থেকে ধোঁয়া উঠছে।

আরও পড়ুন : এলপিজির মূল্য ঘোষণা আজ

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে কমপক্ষে ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালক খালেদ আলাহমাদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শরণার্থী শিবিরে যা হচ্ছে, তা প্রকৃত যুদ্ধ। আকাশ থেকে শরণার্থী শিবিরকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে। প্রতিবার আমরা প্রায় ৫-৭ টি অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যাচ্ছি এবং আহত লোক ভর্তি করে অ্যাম্বুলেন্সগুলো ফিরে আসছি।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

পৃথক ঘটনায় পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তারা জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

আরও পড়ুন : পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি ঐ ক্যাম্পটিকে সন্ত্রাসী ঘাঁটি দাবি করে তারা বলছে, সন্ত্রাসীরা আস্তানা হিসাবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা নিষ্ক্রিয় থাকব না। জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে।

তারা বলেছে, আমরা শেষ নিঃশ্বাস ও বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। আমরা সমস্ত দল ও সামরিক গ্রুপগুলো একত্রিত হয়ে কাজ করব।

আরও পড়ুন : ঝর্ণা দেখতে গিয়ে ২ তরুণের মৃত্যু

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার ভোরে পশ্চিম তীরের জেনিনে জঙ্গি যোদ্ধাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তারা বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী একটি যৌথ অপারেশন সেন্টার আক্রমণ করেছে, যা জেনিন ব্রিগেডের যোদ্ধাদের কমান্ড সেন্টার হিসাবে কাজ করত।

আরও পড়ুন : কমল কাঁচা মরিচের ঝাঁজ

প্রসঙ্গত, গত জুন মাসে ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে অভিযান চালানোর সময় কমপক্ষে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সে বারই প্রথম ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে চালানো ঐ অভিযানে আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করে।

ঐ হামলায় ৭ জন ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণের দাবি

নিজস্ব প্রতিনিধি: নিজের পিএইচডি নিয়ে জালিয়াতিসহ নানা দুর্নী...

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়...

টঙ্গীবাড়িতে আরিফ হালদারের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

সাংবাদিকতায় সেরাদের অ্যাওয়ার্ড দিচ্ছে ডিএমএফ

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসে...

স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: এনার্জিপ্যাক পা...

অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সোমালিয়ান জলদস্...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত চমৎকার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের...

ডোনাল্ড লু ঢাকায় আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক: ২ দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ...

ভালুকায় কৃষকদের মাঝে উন্নয়ন সহায়তা প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ২০২৩-২৪ অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা