ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

১৪ দিনের রিমান্ড আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আদালতের সামনে পেশ করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতারের একদিন পর বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটারকে হাজির করা হলো।

আরও পড়ুন : ইমরান থাকলে শত্রুর প্রয়োজন নেই

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) সেখানে সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রীর ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে।

বুধবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ লাইনসে স্থাপিত আদালতে পেশ করা হয়েছে। মূলত ইসলামাবাদ পুলিশ লাইনসকে ‘এককালীন ব্যবস্থা’ হিসাবে আদালতের মর্যাদা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ইমরান খানকে আদালতে পেশ করার পর শুনানি শুরু হয়েছে এবং শুনানির শুরুতেই ইমরানের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতে আবেদন জানিয়েছে এনএবি।

তবে এনএবি’র সেই রিমান্ড আবেদনের বিরোধিতা করেছেন পিটিআই চেয়ারম্যানের আইনজীবী। তিনি বলেছেন, মামলাটি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর পরিধির মধ্যে পড়ে না। তিনি আরও বলেন, এনএবি তদন্ত প্রতিবেদনও শেয়ার করেনি।

তিনি উন্মুক্ত আদালতে শুনানির আহ্বান জানিয়ে বলেন, ‘প্রত্যেকেরই সুষ্ঠু ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।’

আরও পড়ুন : ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ মিলেছে

পরবর্তীতে শুনানি সংক্ষিপ্ত সময়ের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ডননিউজটিভি।

মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়।

আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ওয়ারেন্টে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন : ভারতে বাস খাদে পড়ে নিহত ২২

এদিকে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পিটিআই কর্মীরা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদানসহ সারা দেশের শহরগুলোতে বিক্ষোভ করেন বলে জানায় জিও নিউজ।

এছাড়া গ্রেফতারের পর ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তর এবং লাহোরে সেনাবাহিনীর কর্পস কমান্ডারের বাসভবনে হামলা চালায় বলেও খবর পাওয়া গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা