আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় দেশটির সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট ২ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
শুক্রবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ট্রেজারি বিভাগের এক বিবৃতি অনুসারে, এবারের নিষেধজ্ঞায় মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট ২ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা সবাই যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহের সাথে সংশ্লিষ্ট।
বিবৃতিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সামরিক বাহিনীকে যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহ করা এবং তা আমদানি ও মজুত করতে সহায়তা করে বেসামরিক নাগরিকদের ওপর বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে।
আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২০২১ সালে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই সেনাবাহিনীর সাথে দেশটির বেসামরিক জনগণ ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব শুরু হয়।
ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দা শাখার আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন জানান, ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক সরকার দেশটির জনগণকে নিপীড়ণ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বার্মার শান্তিকামী ও গণতন্ত্রপন্থী বেসামরিক জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক বাহিনীর এই নৃশংসতা রোধের জন্য যা যা করা সম্ভব যুক্তরাষ্ট্র করবে।
আরও পড়ুন : সংক্রমণে শীর্ষে রাশিয়া
গত দুই বছরে সামরিক বাহিনীর দ্বন্দ্ব-সংঘাতে মিয়ানমারে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪ হাজার এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ২০২১ সাল থেকে জান্তাবিরোধী বিভিন্ন গোষ্ঠীকে দমন করতে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে জান্তা। দিন দিন এসব হামলার হার বাড়ছে।
ট্রেজারি বিভাগের বিবৃতিতে অনুযায়ী, মিয়ানমারের ওপর এই নিষেধাজ্ঞা একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। দেশটির সেনাবাহিনীকে যারা জ্বালানি, অস্ত্র ও অন্যান্য রসদ সরবরাহ করছে তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি হবে।
আরও পড়ুন : ২৩০ কোটি মানুষ নিরাপদ পানি পাচ্ছে না
প্রসঙ্গত, মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা দখলের পর গত প্রায় দুই বছর ধরে বেসামরিক লোকজনের ওপর যে বিমান হামলা চালাচ্ছে। এটি আমলে নিয়েই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            