ইমরান খানের ওপর হামলা : নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী
আন্তর্জাতিক
ইমরান খানের ওপর গুলি

নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের উপর গুপ্তহত্যার চেষ্টায় দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন : ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

এই হামলার ঘটনায় সাবেক বিশ্বকাপজয়ী এ অধিনায়ক আহত হয়েছেন। এ নিয়ে সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হওয়ার পর গুলিবর্ষনের ঘটনা নিয়ে মুখ খুলেছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধানের ওপর হামলাকে নিন্দনীয় বলে আখ্যায়িত করেছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে তারা ইমরান খানসহ হামলায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ইমরান খানকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টার নিন্দা করেছে বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।

ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে দলের লংমার্চের ৭ম দিনে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং ইমরান এখন শঙ্কামুক্ত।

লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় বৃহস্পতিবার পিটিআই প্রধান পায়ে একাধিক গুলিবিদ্ধ হন এবং পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পাকিস্তানের পাশাপাশি বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

আরও পড়ুন : ইমরান খানকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন যুবক

ইমরান খানের ওপর হামলার ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ‘গুজরানওয়ালার কাছে লংমার্চ চলাকালীন গুলি চালানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং এই দুর্ভাগ্যজনক ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করছি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এর আগে ইমরান খানের ওপর হামলার ঘটনার নিন্দা করেছিলেন।

শেহবাজ তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার বিষয়ে অবিলম্বে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’

আরও পড়ুন : ইমরান খানের অবস্থা স্থিতিশীল

তিনি আরও বলেন, ‘আমি পিটিআই চেয়ারম্যান ও অন্যান্য আহত ব্যক্তিদের সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেছেন বলেছেন, পাকিস্তানের ফেডারেল সরকার নিরাপত্তা এবং তদন্তের জন্য পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সকল সহায়তা দেবে। আমাদের দেশের রাজনীতিতে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর বন্দুক হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আরও পড়ুন : ইমরান খানের ওপর হামলা অগ্রহণযোগ্য

কানাডার প্রধানমন্ত্রী এক টুইটবার্তায় বলেন, ইমরান খান ও তার সমর্থকদের ওপর হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আমি দৃঢ়ভাবে এই সহিংসতার নিন্দা জানাচ্ছি।

তিনি আরও জানান, রাজনীতি, গণতন্ত্র ও সমাজ— কোথাও সহিংসতার কোনো স্থান নেই। আমি ইমরান ও আহত অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করছি।

জানা যায়, ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু করে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনাসাফ (পিটিআই)।

আরও পড়ুন : সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ইসলামাবাদের রাওয়াত এলাকায় এই কর্মসূচির শেষ হওয়ার কথা ছিল। দলের চেয়ারম্যান হিসেবে লংমার্চের শুরু থেকেই গাড়ি বহরের সামনে ছিলেন ইমরান খান।

লংমার্চের অংশ হিসেবে বৃহস্পতিবার ওয়াজিরাবাদ শহরে সমাবেশ করছিলেন ইমরান খান। সেই সময়েই গ্রেফতারকৃত ওই ব্যক্তি তার পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

হামলার পরই আহত পিটিআই প্রধান ইমরান খানকে চিকিৎসার জন্য লাহোরের শওকত খানম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : বাংলাদেশিদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

চিকিৎসকরা জানিয়েছেন, ইমরান খানের পায়ে অন্তত ৩ থেকে ৪টি গুলি বিদ্ধ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই।

গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান।

আরও পড়ুন : ভারতকে সতর্ক করলেন ইমরান খান

লাহোর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ শুরু করেছেন গত ২৮ অক্টোবর থেকে। এই লংমার্চ রাজধানী ইসলামাবাদের দিকে আগাচ্ছে।

লংমার্চ সোমবার পাঞ্জাবের গুজরানওয়ালায় পৌঁছানোর কথা। চলমান এই লংমার্চে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের পিটিআইয়ের নেতা-কর্মীরা যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা

ভোলা প্রতিনিধি: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট ব...

সম্মিলনী বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আহমেদ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদর ইউনিয়...

বাংলাদেশ স্কাউট দিবস ২০২৪ পালিত

নিজস্ব প্রতিবেদক : আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্...

ভাসানচরে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যা...

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : দেশে তাপপ্রবাহ বাড়ছে। আর এই গরমে সবচেয়ে ব...

বনশ্রীতে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রী...

পালিয়ে এল আরও ১৩ বিজিপি সদস্য

জেলা প্রতিনিধি: মিয়ানমারের চলমান...

রাজধানীতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষানটেক এলাকার ১৩ নম্বর কালভার্ট...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন...

পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে পুকুর থেকে এক শিশু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা