আন্তর্জাতিক

আমি সর্ব ধর্মে বিশ্বাস করি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি সর্ব ধর্মে বিশ্বাস করি, যতদিন বাঁচবো ততদিন এটা মেনে চলবো। সম্প্রতি ভবানীপুর কেন্দ্রের চক্রবেড়িয়া উত্তর পদ্মপুকুরে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এটা একটা মিনি ইন্ডিয়া। একটা ছোটোখাটো ভারতবর্ষ। সব জাতি, ধর্ম, বর্ণের মানুষ এখানে বসবাস করেন। ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়। ভি তে ভবানীপুর, ভি তে ভারতবর্ষ।

মমতা বলেন, ছয়বার এখানে দাঁড়িয়েছিলাম লোকসভায়। আমাকে ছয়বারই আপনারা জিতিয়েছেন। ২০১১ তে বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম। তখনো আপনারা আমাকে জিতিয়েছিলেন। মনে রাখবেন, ছয় মাসের মধ্যে আমি যদি জিতে আসতে না পারি তাহলে আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। তাই এখানে প্রার্থী হয়েছি।

তিনি আরও বলেন, আমি বার বার বলছি, কৃষকবিরোধী তিনটে কৃষি বিল ফেরত নিন। আমি কৃষকদের আন্দোলনের পাশে আছি। যতদিন বাঁচবো ততদিন ভালো কাজ করেই যাবো। বাজে কাজ করলে ব্রেন নষ্ট হয়ে যাবে।

মমতা ব্যানার্জি বলেন, আমাকে বিজেপি চ্যালেঞ্জ করে বলে, আমি দুর্গাপূজা, লক্ষ্মীপূজা করতে দিই না। আপনাদের এখানে ভোট চাইতে আসলে বিজেপির কাছে আগে জানতে চান, ওরা ১৪৪ ধারা জারি করে দিয়েছে। কী করে দুর্গাপূজা হবে! লক্ষ্মীপূজা, কালীপূজা, দিওয়ালি হবে? আমি সর্ব ধর্মে বিশ্বাস করি। আমি যতদিন বাঁচবো ততদিন এটা মেনে চলবো।

তিনি আরও বলেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে খুব বৃষ্টি হচ্ছে। চার মাস ধরে বৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে জল বেশি না জমে। জল জমলেও আমরা তাড়াতাড়ি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আগামী সপ্তাহেও প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভোটের দিনও বৃষ্টি হতে পারে। আপনারা দয়া করে বৃষ্টি হলেও ভোটটা দেবেন। আপনারা ভোট না দিলে আমি হয়তো মুখ্যমন্ত্রী হতে পারবো না। তবে জেনে রাখবেন, আমার দলে অনেকেই আছেন যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় কোভিড কন্ট্রোলে। ভবানীপুরে ৯৯/১০০ শতাংশ টিকাকরণ হয়ে গেছে। কলকাতায় ৮৮ শতাংশ হয়েছে। সারারাজ্যে সাড়ে পাঁচ কোটি টিকা আমরা দিয়েছি। আরও ছয়/সাত কোটি টিকা আমরা চেয়েছি কেন্দ্রের কাছে।

মমতা আরও বলেন, গুজরাটে কোভিডে কতজন মারা গিয়েছে, কোনো সংখ্যা নেই। ওখানে তো মুখ্যমন্ত্রী পর্যন্ত বদল করে দিলো। উত্তর প্রদেশে কতজন মারা গিয়েছেন? সংখ্যা লুকানোর জন্য কোভিডে মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। সেই দেহ আমাদের রাজ্যের মালদহে এসে পৌঁছালে আমরা তার অন্তিম সৎকার করেছি।

মমতা বলেন, একদিন একটা ভোট দিন আর পাঁচ বছরের জন্য নিশ্চিন্তে থাকুন। পূজা কমিটিগুলোকে বলবো, আপনারা যা যা পেতেন তা সব বলবৎ থাকবে। আমি একা নই। আমি আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি গুরুদুয়ারা, লক্ষ্ণী মন্দির, শীতলা মন্দির, গণপতি বাপ্পা, মসজিদ সব জায়গায় গিয়েছি। বাংলাই জাগরণের মূলমন্ত্র।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চ...

চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া, দেশজুড়ে শোকের ছায়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছা...

এবার পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরস...

জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়েছে, কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্...

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের মূলহোতা অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (৩৫)–কে নির্মমভাবে হত্য...

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা