আন্তর্জাতিক
উজবেকিস্তানে

৪৬ আফগান এয়ারক্রাফটকে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: একটি বা দুটি নয়, এবার দুই দিনে কাবুল থেকে আসা ৪৬টি মিলিটারি এয়ারক্রাফটকে অবতর করে। এমন কথায় জানিয়েছে উজবেকিস্তান। বিমান পরিষেবা ‘ভেঙে পড়া’ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই আফগানিস্তানে।

দেশটির দাবি, বেআইনিভাবে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল এগুলো। তাই জোরপূর্বক অবতরণ করানো হয়েছে।

রোববার (১৭ আগষ্ট) সশস্ত্র গোষ্ঠী কাবুলের দখল নেওয়ার পর থেকেই দলে দলে দেশ ছাড়ছেন মানুষ। এই তালিকায় রয়েছে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট আশরাফ গণির ঘনিষ্ঠ কর্মকর্তারাও। বিমানে চেপে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয়ের খোঁজ করছেন তারা।

এমন পরিস্থিতিতে সোমবার সকালেই উজবেকিস্তানে আফগান সামরিক বাহিনীর একটি বিমান ভেঙে পড়ার খবর সামনে আসে।

জানা যায়, রবিবার গভীর রাতে উড়োজাহাজটি সেখানে ভেঙে পড়ে। শুরুতে এ নিয়ে কোনও মন্তব্য করেনি উজবেক কর্তৃপক্ষ। উপগ্রহ থেকে তোলা ছবি ও ভিডিওর মাধ্যমে বিষয়টি তদারকি করে দেখা হচ্ছে বলে জানায় তারা।

পরে দেশটির কর্মকর্তাদের মন্তব্যেই অসঙ্গতি ধরা পড়ে। প্রথমে রাশিয়া জানায়, উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে তাদের। বিমানটি নামানো হয়েছে বলে জানিয়েছে তারা।

এরপর উজবেক সরকার বিবৃতি প্রকাশ করে জানায়, রাস্তা দেখিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর একটি বিমানের সঙ্গে সংঘর্ষে আফগান উড়োজাহাজটি ভেঙে পড়ে। পরে অবশ্য ওই মন্তব্য প্রত্যাহার করে নেয় উজবেক সরকার।

এর পরই মঙ্গলবার জোর করে এয়ারক্রাফট নামানোর কথা স্বীকার করেন উজবেক কর্মকর্তারা। তারা জানান, রোববার থেকে মোট ২২টি আফগান যুদ্ধবিমান এবং ২৪টি সেনা হেলিকপ্টার বেআইনিভাবে তাদের আকাশসীমায় প্রবেশ করেছে।

ওই ৪৬টি বিমানে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের ৫৮৫ জন সামরিক-বেসামরিক কর্মকর্তা ছিলেন।

এর আগে, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে চিকিৎসা সহায়তা চাইতে আসা ৮৪ জন আফগান সেনাকে গ্রেফতারের কথা জানায় উজবেক কর্তৃপক্ষ।

সূত্র: আনন্দবাজার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা