আন্তর্জাতিক

ভারতীয় কূটনীতিকদের আফগানিস্তান ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : থমথমে পরিস্থিতি বিরাজ করছে আফগানিস্তানে। বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই দেশটিতে একের পর এক এলাকা দখল করছে তালেবানের যোদ্ধারা। সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধারা এখন দেশের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারেও প্রবেশ করেছে।

এই পরিস্থিতিতে শহরটিতে থাকা কনস্যুলেট থেকে প্রায় ৫০ জন ভারতের কূটনীতিক ও নিরাপত্তা কর্মীদের ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লি। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফিরিয়ে নেয়া হয়। কয়েকটি সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ভারতীয় কূটনীতিক ও নিরাপত্তাকর্মীদের নয়াদিল্লিতে ফিরিয়ে আনা হয়। তবে, এর মাত্র তিন দিন আগে ভারত দাবি করেছিল যে, কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরীফে থাকা ভারতীয় মিশন ও কনস্যুলেটগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

অবশ্য শনিবারই ভারত জানায়, তালেবানের ক্রমবর্ধমান হামলা ও বিদ্যমান পরিস্থিতির কারণে এই মুহূর্তে কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরীফে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও তালেবানের সঙ্গে সংঘর্ষের কারণে ভারতীয় কূটনীতিকরা যেন কোনো সমস্যায় না পড়েন, সেদিকে নজর রাখা হচ্ছে বলে আগেই দাবি করেছিল আফগান সরকার।

আফগান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার কান্দাহার শহরে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। এরপরই বেশ কয়েকটি জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় তারা। পরে দাবি করা হয়, আফগান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। কৌশলগত এবং ব্যবসায়িক দিক থেকে এটি দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ। ১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে ২০০১ সাল পর্যন্ত কান্দাহার ছিল তালেবান গোষ্ঠীর সদর দফতর।

এদিকে আফগানিস্তানে অবস্থানরত ভারতীয় কূটনীতিক এবং প্রায় তিন হাজার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছে ভারত। গত বছরের এপ্রিলে করোনা মহামারির কারণে ভারত হেরাত এবং জালালাবাদে কনস্যুলেট বন্ধ করে দেয়। তবে নিরাপত্তার কারণে দেশটি এই পদক্ষেপ নিয়েছিল বলে কয়েকটি প্রতিবেদনে জানানো হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা